1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

প্রকাশ্যে প্রেম করছেন টম ক্রুজ-আনা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

হলিউডে প্রেম নতুন কিছু নয়, কিন্তু যখন টম ক্রুজের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা কোনো অভিনেত্রীর হাত ধরে রাস্তায় হাঁটেন, তখন গুঞ্জনের গতি যে আলাদা মাত্রা পায় তা বলাই বাহুল্য! ৬৩ বছর বয়সী ‘মিশন ইম্পসিবল’ তারকা আর ৩৭ বছরের ‘ব্যালেরিনা’ অভিনেত্রী আনা দে আরমাস-কে সম্প্রতি দেখা গেল আমেরিকার এক ছবির মতো শহর ভারমন্টে হাতে-হাত ধরে হেঁটে যেতে—আর সেই ছবি থেকেই শুরু দুজনের সম্পর্ক নিয়ে তুমুল আলোচনা।

আইসক্রিম, ন্যাশনাল পার্ক আর গোপন প্রেম! একাধিক আন্তর্জাতিক ট্যাবলয়েড (বিশেষত টিএমজেড) জানায়, গত রবিবার টম ও আনা উডস্টকের মনোরম ডাউনটাউনে একসঙ্গে ঘুরছিলেন। তাদের পরনে ছিল একেবারে সাধারণ পোশাক—টমের গায়ে নেভি ব্লু টি-শার্ট, মাথায় ক্যাপ। আনার পরনে ছিল সাদার ওপর কালো ডেনিম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা একসঙ্গে ন্যাশনাল পার্কে ঘুরেছেন, কেনাকাটা করেছেন, এবং দিনশেষে খেয়েছেন আইসক্রিম! গোপনে ক্যামেরাবন্দি হওয়া সেসব মুহূর্ত এখন ভাইরাল।

পাশাপাশি কনসার্টে হাতে হাত, গানের মাঝেও ঝলকে উঠেছে প্রেমের ছোঁয়া। এই রোমান্টিক ট্রিপের ঠিক ক’দিন আগেই তাদের একসঙ্গে দেখা যায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, একটি ওয়েসিস কনসার্টে। সেই ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন মুগ্ধ হয়ে গান শুনছেন, হেসে নিচ্ছেন ব্যক্তিগত মুহূর্ত আর টম আনার হাত ধরতে এগিয়ে যাচ্ছেন।
এই দৃশ্যের পর থেকেই প্রেমের গুজব আরও জোরদার হয়।

লন্ডনে ডিনার আর সিনেমার ‘প্রোজেক্ট মিটিং’? তবে এই প্রথম নয়। তাদের নাম একসঙ্গে প্রথম শোনা যায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। সেসময় লন্ডনের এক রেস্তোরাঁয় রাতের খাবারে দেখা গিয়েছিল এই জুটিকে।
তখন এক সূত্র জানিয়েছিল, এটা স্রেফ এক পেশাদারি বৈঠক। সিনেমার সম্ভাব্য যৌথ কাজ নিয়েই আলোচনা হয়েছে।

‘আমাদের সম্পর্ক খুব মজার’—টেলিভিশনে খোলাসা করেছিলেন আনা। মে মাসে টমের সঙ্গে সম্পর্ক নিয়ে আনা দে আরমাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন—‘টমের সঙ্গে কাজ করা খুবই আনন্দের। ও খুব মজার মানুষ এবং একাধিক প্রজেক্টে আমরা কাজ করছি।
’ বন্ড গার্ল-এর ওই মিষ্টি হাসি ও অদ্ভুত কৌশলী উত্তরেই অনেকে বুঝেছিলেন, ভেতরে কিছু আছে।

সম্প্রতি আনা ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক দেন, যেখানে টমের প্রাক্তন স্ত্রী নিকোল কিডম্যান সম্পর্কে নেতিবাচক মন্তব্য ছিল। নেটদুনিয়ার অনেকেই একে বলেছেন ‘নিম্নরুচির কাজ’। কেউ কেউ আনার উদ্দেশে লেখেন—‘তুমি তো ভদ্র আর সম্মানজনকভাবে এগোচ্ছো বলে জানতাম। এটা কী করলে?’ এই লাইক নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক—টম-নিকোল অতীত আর বর্তমান প্রেম নিয়ে।

টম ক্রুজের পক্ষেও এই সম্পর্ক নিয়ে আগ্রহ স্বাভাবিক। তিনিও একাধিক সম্পর্ক, বিয়ে এবং বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন। তার নিকোল কিডম্যান, কেটি হোমস—সব সম্পর্ক একসময় শিরোনামে ছিল।

প্রশ্ন এখন একটাই—এটা কি টমের পরবর্তী হলিউড লাভ স্টোরির রিয়েল ভার্সন? না কি এটাও এক তারকা-জুটির ক্ষণিকের ঘনিষ্ঠতা? সময়ই বলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ