1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বারে গুলিতে নিহত ৪, সন্দেহভাজনের খোঁজে চলছে অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৬ Time View
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকোন্ডা শহরের একটি বারে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে শহরের আউল বারে এই হামলার ঘটনা ঘটে।

মন্টানা অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, সন্দেহভাজনের নাম মাইকেল পল ব্রাউন।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা অ্যানাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি শেরিফ অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ওই ব্যক্তি সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক। সতর্কতা হিসেবে স্থানীয় বাসিন্দাদের ঘরের দরজা বদ্ধ করে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে। 

অন্যদিকে, অ্যানাকোন্ডার পাশের গ্রেনাইট কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে টাই-ডাই শার্ট, নীল জিন্স ও কমলা ব্যান্ডানা পরা অবস্থায় দেখা গেছে।

আনুমানিক ১০ হাজার জনসংখ্যার শহর অ্যানাকোন্ডা মন্টানার দক্ষিণ–পশ্চিমাঞ্চলে অবস্থিত।

এটি একসময় তামা গলানোর কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। 

সন্দেহভাজন মাইকেল পল ব্রাউনের বয়স ৪৫। তিনি ওই বারের কাছেই বসবাস করতেন এবং একসময় মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেখানকার সোয়াট টিম সন্দেহভাজনের বাসায় অভিযান চালিয়েছে। 

এছাড়া এফবিআই ও যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ)–এর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এক বিবৃতিতে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

অন্যদিকে, মন্টানার সিনেটর স্টিভ ডেইনস জানিয়েছেন, পুলিশ এখন ড্রোনের সাহায্যে চিরুনি অভিযান চালাচ্ছে।

অ্যানাকোন্ডার গুজটাউন এলাকায় অবস্থিত আউল বারটি ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।

মূলত তামাশ্রমিকদের কাছে মদ বিক্রির জন্য এটি খোলা হয়েছিল। 

যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই গুলির ঘটনা ঘটে। বন্দুক সহিংসতা পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে, মন্টানার এই ঘটনাটি নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত দেশটিতে ২৫৬টি ‘ম্যাস শুটিং’-এর ঘটনা ঘটেছে।

এই সংস্থা সে ঘটনাকেই ‘ম্যাস শুটিং’ হিসেবে চিহ্নিত করে, যেখানে বন্দুকধারী বাদে অন্তত চারজন হতাহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ