1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

কোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার একটি নতুন নির্বাহী আদেশে অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ধারাবাহিকভাবে বাণিজ্য ঘাটতির কারণে দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে—এমন বাস্তবতায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

নতুন আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনও অসম, তাদের রপ্তানি করা পণ্যের ওপর মূল্যভিত্তিক অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোর জন্য শুল্ক নির্ধারণে একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করা হবে।

 

তবে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে, তাদের জন্য কিছু ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। যদিও এসব দেশ চূড়ান্ত চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত তাদের ওপর আগের শুল্কহারই বহাল থাকবে।

 

হোয়াইট হাউসের ওয়েবসাইটে নতুন এ নির্বাহী আদেশ অনুসারে কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে, তার একটি তালিকা দেওয়া হয়েছে।

 

তালিকা অনুসারে দেখে নেওয়া যাক কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে।

 

বাংলাদেশ ২০%

 

আফগানিস্তান ১৫%

আলজেরিয়া ৩০%

অ্যাঙ্গোলা ১৫%

বলিভিয়া ১৫%

বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%

বতসোয়ানা ১৫%

ব্রাজিল ১০%

ব্রুনেই ২০%

কম্বোডিয়া ১৯%

ক্যামেরুন ১৫%

চাদ ১৫%

কোস্টারিকা ১৫%

 

tarrif

 

কোট দিভোয়ার (আইভরি কোস্ট) ১৫%

কঙ্গো গণপ্রজাতন্ত্রী ১৫%

ইকুয়েডর ১৫%

ইকুয়েটোরিয়াল গিনি ১৫%

ভারত ২৫%

ইন্দোনেশিয়া ১৯%

ইরাক ৩৫%

ইসরায়েল ১৫%

জাপান ১৫%

জর্ডান ১৫%

কাজাখস্তান ২৫%

লাওস ৪০%

 

tarrif

 

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০%

ফিজি ১৫%

ঘানা ১৫%

গায়ানা ১৫%

আইসল্যান্ড ১৫%

লেসোথো ১৫%

লিবিয়া ৩০%

লিচটেনস্টেইন ১৫%

মাদাগাস্কার ১৫%

মালাউই ১৫%

মালয়েশিয়া ১৯%

মরিশাস ১৫%

 

taffir

 

মলদোভা ২৫%

মোজাম্বিক ১৫%

মিয়ানমার (বার্মা) ৪০%

নামিবিয়া ১৫%

নাউরু ১৫%

নিউজিল্যান্ড ১৫%

নিকারাগুয়া ১৮%

নাইজেরিয়া ১৫%

নর্থ মেসেডোনিয়া ১৫%

নরওয়ে ১৫%

পাকিস্তান ১৯%

 

taffif

 

পাপুয়া নিউগিনি ১৫%

ফিলিপাইন ১৯%

সার্বিয়া ৩৫%

দক্ষিণ আফ্রিকা ৩০%

দক্ষিণ কোরিয়া ১৫%

শ্রীলঙ্কা ২০%

সুইজারল্যান্ড ৩৯%

সিরিয়া ৪১%

তাইওয়ান ২০%

থাইল্যান্ড ১৯%

 

tarrif

 

ত্রিনিদাদ ও টোবাগো ১৫%

তিউনিসিয়া ২৫%

তুরস্ক ১৫%

উগান্ডা ১৫%

যুক্তরাজ্য ১০%

 

tarrif

 

ভানুয়াতু ১৫%

ভেনেজুয়েলা ১৫%

ভিয়েতনাম ২০%

 

tarrif

 

জাম্বিয়া ১৫%

জিম্বাবুয়ে ১৫%

সূত্র: হোয়াইট হাউজ

 

বিডি প্রতিদিন/নাজিম


source

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ