1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কবিরোধ নিষ্পত্তির জন্য প্যাকেজ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গতকাল ওয়াশিংটনে দেশটির বাণিজ্য দপ্তরে (ইউএসটিআর) শুরু হওয়া তৃতীয় এবং চূড়ান্ত আলোচনার প্রথম দিনে এ প্রস্তাব দেওয়া হয়। যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। আজ দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই প্যাকেজের মধ্যে প্রধানত তিনটি স্তর রয়েছে-শুল্ক হার কমানো, প্রত্যাহার কিংবা বাস্তবায়ন পিছিয়ে দেওয়া। এই তিন উপায়ে সমাধান খুঁজছে বাংলাদেশ। এ ছাড়া সে দেশ থেকে ৭ লাখ টন গম আমদানি এবং ২৫টি বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, তেলবীজ, তুলা, বিভিন্ন সামরিক সরঞ্জাম, মেডিকেল ইকুইপমেন্ট, তরলীকৃত গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনা করা হচ্ছে। এদিকে দেশটির সঙ্গে শুধু এই রেসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্কের বিষয়ই নয়, এর সঙ্গে টিকফা চুক্তি, জিএসপি প্লাস সুবিধা পাওয়াসংক্রান্ত চুক্তির বিষয়ে আলোচনা করতে চায় বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্র চায় বাণিজ্য ও আন্তঃআঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আপাতত নন-ডিসক্লোজার চুক্তি। এই প্রস্তাব ও উদ্যোগ বাংলাদেশের প্যাকেজের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে ইউএসটিআরকে জানানো হয়েছে।

এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, তা থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন প্যাকেজ নিয়ে। আরও কী কী কেনা যেতে পারে, তাও প্যাকেজে রাখা হয়েছে।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তার সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
তারা মঙ্গল ও বুধবার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে বসবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে দেশটির ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ