1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

ইউক্রেনে কারাগার-হাসপাতালে রুশ হামলা, নিহত ২৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

ইউক্রেনজুড়ে গত রাত ও মঙ্গলবার সকালে রাশিয়ার চালানো বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। হামলাগুলো একটি কারাগার ও একটি হাসপাতালে আঘাত হানে।

কর্মকর্তাদের ভাষ্য মতে, সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছে দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ার বিলেনকে কারাগারে, যেখানে ১৬ জন বন্দি নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। ইউক্রেনের বিচার মন্ত্রণালয় মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে জানায়, রাত ১২টার কিছু আগে বিলেনকে কারাগারে চারটি গ্লাইড বোমা আঘাত হানে, যা কারাগারের ডাইনিং হল, প্রশাসনিক ভবন ও কোয়ারেন্টাইন এলাকা ধ্বংস করে দেয়।
এই হামলায় ৫০ জনের বেশি আহত হয় এবং তাদের মধ্যে ৪৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরেকটি পৃথক রুশ হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে মানবিক সহায়তা নেওয়ার জন্য সারিতে দাঁড়িয়ে থাকা পাঁচজন নিহত হয়। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেট্রোভস্কে আরো তিনজন নিহত হয়, যাদের মধ্যে একজন গর্ভবতী নারী। ওই অঞ্চলের আরেক জায়গা থেকেও আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউক্রেনের মানবাধিকার কমিশনার বলেছেন, কারাগারে হামলা মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। কারণ বন্দিদের জীবনের অধিকার ও সুরক্ষার অধিকার অটুট থাকে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে ‘হত্যাযজ্ঞ বন্ধ ও শান্তি স্থাপনে বাধ্য করতে হবে’ এবং এ জন্য প্রয়োজন ‘কঠোর’ নিষেধাজ্ঞা। এক বিবৃতিতে তিনি আরো বলেন, যুদ্ধবিরতি ‘অনেক আগেই কার্যকর হতে পারত’, কিন্তু তার আগেই রাশিয়া ইউক্রেনীয়দের হত্যা করে চলেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে জাপোরিঝঝিয়া অঞ্চল নিয়মিত রুশ বাহিনীর লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এই অঞ্চলটি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের সঙ্গে সংযুক্ত করার দাবি করেছিল, যদিও মস্কো এর কোনোটিই পুরোপুরি নিয়ন্ত্রণ করে না।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার হাতে ‘মাত্র ১০ থেকে ১২ দিন’ সময় রয়েছে যুদ্ধবিরতির জন্য রাজি হওয়ার, না হলে তাদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্কটল্যান্ড সফরের সময় সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘সম্ভবত আজ রাতে বা আগামীকাল এই ঘোষণা দেব।
আপনি যদি জানেন ফলাফল কী হতে যাচ্ছে, তবে দেরির কোনো কারণ নেই।’

ট্রাম্পের এই ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য’র প্রশংসা করে জেলেনস্কি বলেছেন, রাশিয়া ‘বিশ্বের সময় নষ্ট করছে’।

এর আগে জুলাই মাসে ট্রাম্প মস্কোকে যুদ্ধবিরতির জন্য ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন, না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছিলেন, তবে তার হুঁশিয়ারি রাশিয়ার টানা বিমান হামলা থামাতে পারেনি।

অনদিকে এই হামলাগুলো এমন সময় হলো, যখন রাশিয়া দাবি করছে, তাদের বাহিনী ইউক্রেনীয় ভূখণ্ডে আরো গভীরে অগ্রসর হচ্ছে। সপ্তাহান্তে মস্কো দাবি করে, তারা দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের মালিভকা গ্রাম দখল করেছে। তবে ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে। এর কয়েক সপ্তাহ আগে ওই অঞ্চলে প্রথম একটি গ্রাম দখলের দাবি করেছিল তারা।

এদিকে রাশিয়ায় কর্মকর্তারা জানান, ইউক্রেন দক্ষিণ রোস্তভ অঞ্চলে গত রাতে ডজনখানেক ড্রোন হামলা চালিয়েছে, যাতে সালস্ক শহরে একটি গাড়িতে থাকা একজন নিহত হন এবং একটি মালবাহী ট্রেনে আগুন ধরে যায়। সীমান্ত অঞ্চল বেলগোরোদেও আরো একজন গাড়ির মধ্যে নিহত হন এবং তার স্ত্রী আহত হন বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ