1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

‘নিরাপত্তার কারণে’ রুশ নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

‘নিরাপত্তার কারণে’ রাশিয়ার নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। মস্কো রবিবার এ তথ্য জানিয়েছে। তবে কী ধরনের হুমকি বা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রুশ বার্তা সংস্থাগুলো ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘সাধারণ পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

এই কুচকাওয়াজটি ছিল জুলাই মাসের শেষ রবিবার পালিত নেভি ডে বা নৌবাহিনী দিবসের প্রধান আকর্ষণ, যা রাশিয়ার নাবিকদের সম্মান জানাতে উদযাপিত হয়। তবে যেসব যুদ্ধজাহাজ ও সাবমেরিন সেন্ট পিটার্সবার্গ শহরের উপকূলে কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল, সেই শহরের স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার জানায়, এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে, যদিও তখনো কোনো কারণ জানানো হয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৭ সালে নেভি ডে পুনঃপ্রবর্তন করেন।
সোভিয়েত আমলে প্রায় চার দশক এটি বন্ধ ছিল। এক ভিডিও বার্তায় তিনি রবিবার ইউক্রেনে অভিযানরত রুশ নাবিকদের ‘সাহসিকতা’ ও ‘বীরত্বের’ প্রশংসা করেন।

নৌবাহিনীর বড় পরিসরের মহড়া ‘জুলাই স্টর্ম’-এ অংশগ্রহণকারী রুশ সেনাদের উদ্দেশে ভিডিও বার্তায় তিনি আরো বলেন, পুতিন এদিন আরো বলেন, ‘আমরা এবারের নৌবাহিনী দিবস কর্মব্যস্ত পরিবেশে উদযাপন করছি।’

এই মহড়া শুরু হয় গত সপ্তাহে এবং এটি বাল্টিক ও কাস্পিয়ান সাগর ছাড়াও আর্কটিক ও প্রশান্ত মহাসাগরেও পরিচালিত হচ্ছে।
এতে ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন পুতিন। তিনি আরো বলেন, ‘রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ এবং আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করাই লক্ষ্য।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া প্রতিদিন দেশটির বিভিন্ন অংশে বোমা হামলা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে রুশ ভূখণ্ডে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা বেড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ১০০টি ইউক্রেনীয় ড্রোন শনিবার রাতে ভূপাতিত করা হয়েছে।
তাদের মধ্যে অন্তত ১০টি সেন্ট পিটার্সবার্গ শহরের কাছাকাছি এলাকায় গুলি করে নামানো হয়। এতে একজন নারী আহত হন বলে জানিয়েছেন লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্দার দ্রোজদেঙ্কো।

এই ড্রোন হামলার কারণে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয় এবং অনেকগুলো ফ্লাইট বিলম্বিত হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর পুতিনও রবিবার সেন্ট পিটার্সবার্গে সফররত ছিলেন বলে জানিয়েছে ক্রেমলিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ