1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

টেকঅফের ঠিক আগে আমেরিকান এয়ারলাইনসের বিমানে আগুন, বেঁচে ফিরলেন ১৭৯ আরোহী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেকঅফের ঠিক আগে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে হঠাৎ আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর ফ্লাইট থেকে ১৭৩ যাত্রীকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ফ্লাইটটি তখনো রানওয়েতেই অবস্থান করছিল।

ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিটে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট-৩০২৩ ডেনভার থেকে মায়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজে হঠাত ত্রুটি দেখা দেয়। বিমানে থাকা ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য সবাই নিরাপদে বিমান থেকে নামতে সক্ষম হন।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বিমানের পেছন দিক থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে, আর আতঙ্কিত যাত্রীরা জরুরি স্লাইড ব্যবহার করে বিমান থেকে নিচে নামছেন।

ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হলেও কেউই গুরুতর আহত হননি।
তবে একজন যাত্রীকে হালকা আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর যাত্রীদের বাসে করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়। আমেরিকান এয়ারলাইনস জানায়, উড্ডয়নের আগে বিমানের একটি টায়ার সংক্রান্ত যান্ত্রিক সমস্যার কারণে এই ঘটনা ঘটে এবং উড়োজাহাজটিকে এখন পরিদর্শনের জন্য সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ