1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

রণবীরের ‘রাম’ লুক ঘিরে নতুন করে আলোচনায় সালমান খানের ‘অপূর্ণ রামায়ণ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

নীতেশ তিওয়ারির পরিচালনায় বলিউডে আসছে বহুল প্রতীক্ষিত এবং অন্যতম বড় বাজেটের ছবি ‘রামায়ণ’, যেখানে রণবীর কাপুর অভিনয় করছেন শ্রী রামচন্দ্র চরিত্রে, আর বিপরীতে দক্ষিণী সুপারস্টার যশ থাকছেন রাবণ হিসেবে। রণবীরের ‘রাম’ লুক সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা—কিন্তু এই আলোচনার কেন্দ্রে হঠাৎই উঠে এসেছে একটি পুরনো গুঞ্জন: একসময় এই চরিত্রে অভিনয়ের কথা ছিল সালমান খানের।
সালমানের ‘রামায়ণ’: যে ছবি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি

নব্বইয়ের দশকের গোড়ার দিকে সালমান খান যখন বলিউডে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন, তখন তার ভাই সোহেল খান পরিকল্পনা করেছিলেন ‘রামায়ণ’ নিয়ে একটি বড় বাজেটের ছবি। এই প্রজেক্টে সালমান খান ছিলেন রামের ভূমিকায়, সোনালী বেন্দ্রে নির্বাচিত হয়েছিলেন সীতা চরিত্রের জন্য, আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল পূজা ভাট-এর।

ছবির প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছিল। এমনকি সালমানের ‘রাম’ লুকের কিছু প্রোমোশনাল শুটও তৈরি করা হয়েছিল, যা দেখে অনেকে ধারণা করেছিল, এটি হতে চলেছে সেই সময়ের অন্যতম ব্লকবাস্টার। কিন্তু হঠাৎ করেই থেমে যায় শুটিং।
ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় মুখ থুবড়ে পড়ে প্রজেক্ট

Mid-Day-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুটিং চলাকালীন সোহেল খান ও পূজা ভাটের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে সম্পর্ক এতটাই গভীর হয় যে, পূজা এক সাক্ষাৎকারে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু খান পরিবার, বিশেষ করে সেলিম খান, এই সম্পর্ক মেনে নিতে পারেননি।

পরিবারের অমতেই প্রেমের সম্পর্কে বাধা আসে, এবং সোহেল খানকে পরোক্ষভাবে সম্পর্ক থেকে সরে আসার পরামর্শ দেওয়া হয়। এর ফলে শুধু ব্যক্তিগত সম্পর্কেই টানাপোড়েন দেখা দেয়নি, ছবির নির্মাণেও বড় ধরনের বিঘ্ন ঘটে। পারিবারিক বিরোধ ও মানসিক অস্থিরতার কারণে প্রজেক্টটি শেষ পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে যায়।
অতীতের ছায়া বর্তমানের আলোচনায়

বর্তমানে রণবীর কাপুরের ‘রাম’ লুক ঘিরে যখন নতুন ‘রামায়ণ’ নিয়ে আগ্রহ তুঙ্গে, তখন সালমানের সেই ‘অপূর্ণ রামায়ণ’ স্মরণ করিয়ে দিচ্ছে বলিউড ইতিহাসের এক ভিন্নপথে হারিয়ে যাওয়া অধ্যায়ের কথা। এক সময়ের সম্ভাবনাময় একটি প্রজেক্ট, যার গল্প এখন শুধুই নেপথ্যের আলোচনা।

অতীতের সেই অধ্যায় হয়তো আজ একরকম বিস্মৃতপ্রায়, কিন্তু নতুন প্রজন্মের ‘রামায়ণ’ ঘিরে যত আলোচনা বাড়ছে, ততই যেন আবারও সামনে আসছে সালমান খানের সেই অপূর্ণ স্বপ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ