1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

মাহমুদুল হকের উপন্যাস ‘জীবন আমার বোন’ আসছে বড় পর্দায়, শার্লিন ও বাসার প্রথমবার জুটি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৫ Time View

প্রখ্যাত কথাসাহিত্যিক মাহমুদুল হকের বহুল পঠিত উপন্যাস ‘জীবন আমার বোন’ অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন এনায়েত করিম বাবুল। মূল চরিত্রে অভিনয় করছেন শার্লিন ফারজানা এবং খায়রুল বাসার—যাদের নাটকে একাধিকবার দেখা গেলেও এবারই প্রথমবার জুটি বাঁধছেন বড় পর্দায়।

এই সিনেমার মাধ্যমে প্রায় পাঁচ বছর পর চলচ্চিত্রে ফিরছেন শার্লিন ফারজানা। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছিল তার শেষ সিনেমা। অন্যদিকে, খায়রুল বাসারকে সর্বশেষ দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ ছবিতে।

ছবিটির শুটিং চলছে ঢাকার অদূরে নবাবগঞ্জে। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন দুই অভিনয়শিল্পীই।

খায়রুল বাসার জানান, “গত ২০ জুলাই থেকে শুটিং শুরু করেছি। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই লটের কাজ। যতটুকু কাজ হয়েছে, বেশ ভালো লেগেছে। উপন্যাসের আবহটাই তুলে আনার চেষ্টা করছি।”

শার্লিন ফারজানা বলেন, “অনেক দিন ধরেই এই কাজ নিয়ে কথা হচ্ছিল। এখন শুটিং করছি। ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর দীর্ঘ সময় পেরিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। একদম উপন্যাস অনুযায়ী ধরে ধরে শুটিং করা হচ্ছে—এটা খুবই উপভোগ করছি।”

পরিচালক সূত্রে জানা গেছে, ছবির চিত্রায়ণ হবে ঢাকাসহ রাজধানীর বাইরের নানা লোকেশনে। শার্লিন ও খায়রুল বাসার ছাড়াও ছবিতে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, প্রান্তর দস্তিদারসহ আরও অনেকে।

চলতি বছরেই ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতার। সাহিত্য ও সিনেমার সংমিশ্রণে এই প্রয়াস দর্শকদের জন্য হতে পারে এক নতুন অভিজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ