1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

বছরের পর বছর হাতে কাজ নেই, ক্ষোভ শ্রীলেখার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

ওপার বাংলায় ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে কাজ হারাচ্ছেন একাধিক পরিচালক-প্রযোজক-অভিনেতা। এমনই অভিযোগ পরিচালক গিল্ডের সদস্যদের। নিজেদের কাজ বজায় রাখতে তাদের মধ্যে ১৩ জন পরিচালক হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন। এই দ্বন্দ্বের জেরে তাদের কাজ পেতে আরও অসুবিধা হচ্ছে, এমনই দাবি তাদের।
তেমনই এক অভিনেতা-পরিচালককে নাম না করে ক্ষোভ ঝাড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কলকাতার এক সংবাদমাধ্যমকে তিনি জানান, বছরের পর বছর কাজ পান না তিনি। তা নিয়ে তো কারো কোনো মাথাব্যথা নেই!

শ্রীলেখা বলেন, ‘আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারো কোনো মাথাব্যথা নেই।

শ্রীলেখা জানিয়েছেন, টালিউডে কাজ নেই। বাংলায় তাই তার থাকারও ইচ্ছা নেই। মুম্বাইয়ে থাকা প্রচুর খরচসাপেক্ষ। তাই ওখানেও থিতু হতে পারছেন না।
শ্রীলেখা বলেন, “সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘মায়ানগর’ দর্শক প্রশংসিত। সঠিক প্রচার, সিনেমা হলে সঠিক সময় পেলে ওই ছবি আরো ভালো ফল করত। আমার হয়ে বলবেন কে? এখানে তো কারো দায় নেই।”

শ্রীলেখার অভিযোগ, তাকে নিয়ে টালিউডের আপত্তি বা সমস্যা আজকের নয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময়ে বাংলায় ‘স্বজনপোষণ’-এর কিছু উদাহরণ দিয়েছিলেন তিনি।
নাম করেছিলেন কিছু বিনোদন দুনিয়ার কিছু ‘রাঘব বোয়াল’-এর। তার পর থেকেই বিপর্যয় শুরু।

শ্রীলেখার ভাষ্য, ‘সরকারবিরোধী কথা বলায় আমার হাতে আসা বিজ্ঞাপনী ছবির কাজ কেড়ে নেওয়া হয়। ছবি পরিচালনা করব। কোনো প্রযোজক পাচ্ছি না! অথচ মুম্বাই গিয়ে সম্প্রতি সুধীর মিশ্রের পরিচালনায় কাজ করেছি। বলিউড আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছে।’

তবে কাজ না পেলেও কখনো আপস করতে রাজি নন অভিনেত্রী। এমনকি নিজেকে বদলাতেও চান না। শ্রীলেখা বলেন, ‘যেমন আছি তেমনই থাকব। কখনো বদলাব না। অন্যায়ের সঙ্গে আপস করব না। এভাবেই একদিন না একদিন ফিরব আমি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ