1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

হলিউড ওয়াক অব ফেমে জায়গা পাচ্ছেন দীপিকা, তবে গুনতে হবে ১ কোটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডের একটি আইকনিক ওয়াকওয়ে হলো ‘হলিউড ওয়াক অব ফেম’, যেখানে ২৭০০টিরও বেশি তারা থাকে। প্রতিটি তারা একজন করে তারকাকে উৎসর্গ করা হয়। যেকোনো তারকা এর জন্য মনোনীত হতে পারেন। আনুষ্ঠিক মানদণ্ড না থাকলেও ওয়াক অব ফেমের তারকাদের জন্য এটি বড় সম্মান হিসেবে মনে করা হয়।

এবার সেখানে জায়গা পাচ্ছেন দীপিকা পাড়ুকোন। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের হলিউড ওয়াক অব ফেমে নির্বাচিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। এ বছরের তালিকায় দীপিকা ছাড়াও এমিলি ব্লান্ট, টিমোথি চালামেট, মারিও কোতিয়াঁ, স্ট্যানলি টুচি, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, ক্রিস কলম্বাস, টনি স্কট, গ্রেগ ড্যানিয়েলস, সারা মিশেল গেলাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

হলিউড চেম্বার অব কমার্স, হলিউড ওয়াক অব ফেম পরিচালনাকারী সরকারি সংস্থা, প্রতিবছর ২০০ থেকে ৩০০ তারকা মনোনয়ন পায়।
এরপর সংস্থার পক্ষ থেকে নিযুক্ত একটা নির্বাচন প্যানেল প্রতিবছর বেশ কয়েকজনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে। ছবি, টেলিভিশন, সংগীত, রেডিও এবং লাইভ পারফরম্যান্সের জগতের শিল্পীদের সম্মানিত করা হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তারকারা ওয়াক অব ফেমে ‘জায়গা কিনতে’ পারেন। প্রতিবছর একটি নির্বাচন প্যানেল নির্বাচন করে কাদের রাখা হবে এই তালিকায়।
এরপর তারকাদের অর্থ ব্যয় করতে হয় তাদের কাঙ্ক্ষিত স্থান রাখার জন্য।

অন্তর্ভুক্তি এবং নির্বাচনের জন্য কোনো ফি বা অর্থ দিতে হয় না। এটা হলিউড চেম্বার অব কমার্সের নির্বাচন প্যানেল সিদ্ধান্ত নেয়। তবে যাকে নির্বাচন করা হবে, তাকে ৮৫ হাজার ডলার (প্রায় ১ কোটি টাকা) স্পনসরশিপ ফি দিতে হয়। এই বার্ষিক ফি ওই তারকাদের রক্ষণাবেক্ষণের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ