1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চনজয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন- শিরোনাম দেখে চমকে যাওয়ারই কথা। বলিডের মহাতারকা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন জয়া আহসানের ছবির ট্রেলার। অবশ্য সেই ছবির ট্রেলারের থাম্বনেইলে রয়েছেন আরো দুজন। একজন চন্দন রায় সান্যাল ও আরেকজন শিশুশিল্পী। যাকে কেন্দ্র করে একটি ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবির নাম ‘ডিয়ার মা।’ সামাজিক মাধ্যম ফেসবুকে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবির ট্রেলার শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। শেয়ার করে লিখেছেন, ‘টনি দা, সবসময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে। ’ নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাকনাম হলো ‘টনি।’ তাকে নতুন এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের এমন কাণ্ডে রীতিমতো বিস্মিত জয়া আহসান। তিনি অমিতাভ বচ্চনের সেই পোস্ট পুনরায় শেয়ার করে লিখেছেন, ‘শুক্রবারটা শুরু হলো হাসিমুখে। অমিতাভ বচ্চন ডিয়ার মা ছবির ট্রেলার শেয়ার করেছেন। আপনার আশির্বাদের জন্য ধন্যবাদ অমিতাভ বচ্চন স্যার।’ আরো পড়ুন ১৪ বছর বয়সে ৫৪ বছরের নারীর সঙ্গে যৌনতায় মেতেছিলেন ওম পুরী ১৪ বছর বয়সে ৫৪ বছরের নারীর সঙ্গে যৌনতায় মেতেছিলেন ওম পুরী অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’তে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। স্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন। ‘রক্তের সম্পর্ক না ভালবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। ছবির শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে; মা সেটা দেখছেন। ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে। ট্রেলার দেখে মনে হয়েছে ছবিতে জয়ার মেয়ে, খুব সম্ভবত তার আসল মেয়ে নয়। কোনো এক কারণে মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয় তার মনে। এভাবেই চলতে চলতে আচমকাই একদিন সেই মেয়ে হারিয়ে যায়। জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। ছবিটি দিয়ে বিরতির পর বাংলা সিনেমা নির্মাণে ফিরলেন অনিরুদ্ধ। সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৮ Time View

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন- শিরোনাম দেখে চমকে যাওয়ারই কথা। বলিডের মহাতারকা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন জয়া আহসানের ছবির ট্রেলার। অবশ্য সেই ছবির ট্রেলারের থাম্বনেইলে রয়েছেন আরো দুজন। একজন চন্দন রায় সান্যাল ও আরেকজন শিশুশিল্পী।
যাকে কেন্দ্র করে একটি ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবির নাম ‘ডিয়ার মা।’

সামাজিক মাধ্যম ফেসবুকে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবির ট্রেলার শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। শেয়ার করে লিখেছেন, ‘টনি দা, সবসময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে।
’ নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাকনাম হলো ‘টনি।’ তাকে

নতুন এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনের এমন কাণ্ডে রীতিমতো বিস্মিত জয়া আহসান। তিনি অমিতাভ বচ্চনের সেই পোস্ট পুনরায় শেয়ার করে লিখেছেন, ‘শুক্রবারটা শুরু হলো হাসিমুখে।
অমিতাভ বচ্চন ডিয়ার মা ছবির ট্রেলার শেয়ার করেছেন। আপনার আশির্বাদের জন্য ধন্যবাদ অমিতাভ বচ্চন স্যার।’

অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’তে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। স্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন।

‘রক্তের সম্পর্ক না ভালবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। ছবির শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে; মা সেটা দেখছেন। ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে। ট্রেলার দেখে মনে হয়েছে ছবিতে জয়ার মেয়ে, খুব সম্ভবত তার আসল মেয়ে নয়। কোনো এক কারণে মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয় তার মনে। এভাবেই চলতে চলতে আচমকাই একদিন সেই মেয়ে হারিয়ে যায়।

জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। ছবিটি দিয়ে বিরতির পর বাংলা সিনেমা নির্মাণে ফিরলেন অনিরুদ্ধ।

সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ