1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

‘মেগাস্টার’ বিতর্ক, শাকিব ভক্তদের উদ্দেশে যা বললেন জাহিদ হাসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

২৬ বছর ধরে ঢালিউড সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন। দেশে-বিদেশে অসংখ্য ভক্ত। এমনকি ভক্তরা তাকে ভালোবেসে কখনো কিং খান, সুপারস্টার, নবাব— বিভিন্ন খেতাব দিয়েছেন।
ইদানীং দেখা যায়, শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি। তবে এ তারকার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানান জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ উপাধি নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

তবে জাহিদ হাসানের এমন মন্তব্যে খেপেছেন শাকিবভক্তরা।
যাদের শাকিবিয়ান হিসেবেও ডাকা হয়। সোশ্যাল মিডিয়ায় জাহিদ হাসানকে নিয়ে কটাক্ষও করতে দেখা যায় অনেককে। চলে ব্যাপক আলোচনা-সমালোচনা। অবশেষে সেই প্রসঙ্গে আবারও কথা বলেছেন জাহিদ হাসান।
জানান, তার বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত জাহিদ হাসানের সিনেমা ‘উৎসব’ সাড়া জাগিয়েছে বক্স অফিসে। ছবিটি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে শাকিব খানের ‘তাণ্ডব’ ছবিকেও ব্যবসার দিক থেকে ছাড়িয়ে গেছে। উৎসবের সাফল্যে সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে হাজির হন জাহিদ হাসান। যেখানে উঠে আসে শাকিব খানের প্রসঙ্গ।
তখন শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ উপাধি নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা জাহিদ হাসান। জাহিদ হাসান বলেন, ‘শাকিবের নামের আগে মেগাস্টার শব্দটা কানে লাগে।’ জাহিদ হাসানের মন্তব্যটি ভালোভাবে নেননি শাকিবভক্তরা। সমালোচনার মুখে সেই প্রসঙ্গে জাহিদ হাসান গণমাধ্যমকে বলেছেন, ‘মেগাস্টার শব্দচয়ন নিয়ে ইতিবাচকভাবে মন্তব্য করলেও তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বোঝাতে পারিনি।’

শাকিবভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি তাদের আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারলে শাকিব খান আরো বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বুঝাতে পেরেছি, এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।’

অভিনেতা বলেন, ‘আমি যেভাবে বলতে চাচ্ছিলাম, সেভাবে হয়তো বোঝাতে পারিনি। আমি চিন্তা করছিলাম যে নিজেই যখন একটা মানুষ বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন- টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, তাদের নামের আগে কি অন্য কিছু দেওয়ার দরকার আছে?’

জাহিদ হাসান আরো বলেন, ‘তাদের নামের আগে তো কিছু লাগে না। তাদের নামই যথেষ্ট। আমি সেটিই বোঝাতে গিয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি বলতে চাই যে আমাদেরই তো মানুষ। কাউকে ছোট করে কেউ বড় হবে, সেটা কখনো কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইয়ো না।, পাগল নাকি (হাসতে হাসতে)। আমি নিজেই মানুষটা অনেক ছোট।’

কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। তারকাবহুল এই সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন— জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ