1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

সালমানের বিগ বসে এবার প্রতিযোগী ‘এআই প্রযুক্তির’ পুতুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View

সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের ১৯তম সিজনের জন্য দর্শকরা মুখিয়ে আছেন। আয়োজকরাও তাদের মন ভরাতে খামতি রাখছেন না। ওই জায়গা থেকে বিশেষ চমক হিসেবে এবারের বিগ বসে রাখা হচ্ছে এআই পুতুল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে তৈরি প্রথম রোবট পুতুল হাবুবু বিগ বসে অংশ নেবে। ইতিমধ্যে পুতুলটি সামাজিক মাধ্যমে আলোচনার তুঙ্গে। এবার এর রোবটিক অবতারকে দেখা যাবে শোয়ে।

জানা যাচ্ছে, সালমানের অনুষ্ঠান ‘বিগ বস ১৯’-এ জায়গা করে নেবে এই প্রযুক্তি।
হ্যাঁ, এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি একটি বিশেষ পুতুল। নাম তার ‘হাবুবু’! এই পুতলই নাকি এবারের ‘বিগ বস’-এর প্রথম প্রতিযোগী! ‘হাবুবু’ আরবে খুবই জনপ্রিয়। এই প্রথম ‘বিগ বস’-এর ইতিহাসে প্রতিযোগী হিসেবে জায়গা করে নেবে কোনো রোবট।

‘হাবুবু’ শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবট পুতুল নয়।
এর সাজপোশাক ও ডিজাইনের জন্য আরবে নাকি সে খুবই জনপ্রিয়। মানুষের সঙ্গে নাকি এর বহু মিল। মানুষের আবেগ নকল করার ক্ষমতাও এটির রয়েছে। সাতটি ভাষায় কথা বলতে পারে ‘হাবুবু’। তার মধ্যে রয়েছে হিন্দিও।
বাড়ির নানা কাজ করতে সক্ষম এই রোবট ওরফে পুতুল। উজ্জ্বল চোখ, আরবের পোশাক ও বিশেষ অভিব্যক্তির জন্যও এই রোবট খুবই জনপ্রিয়।

‘হাবুবু’ ছাড়া কোন কোন সেলিব্রিটিকে দেখা যাবে এবারের বিগ বসে, তা নিয়ে কৌতূহল রয়েছে দর্শকদের। কিন্তু বিগ বস কর্তৃপক্ষ অতিথিদের তালিকা প্রকাশ না করায় সহসা কৌতূহল নিবৃত্ত হওয়ার সুযোগ নেই। তবে তারা জানিয়েছে, সালমানের প্রাক্তন লুলিয়া ভান্তুর, অভিনেতা গৌরব খান্না এবং ইউটিউবার লক্ষ্য চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ