1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

অনির্বাণকে অভিনয় থেকে ‘সাইড’ করে দেওয়ার চেষ্টা হচ্ছে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

ভারতের পশ্চিমবঙ্গে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্বের জেরে টালমাটাল কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি। আর এই আলোচনায় যাদের নাম বার বার উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন অনির্বাণ ভট্টাচার্য। অভিযোগ উঠেছে টেকনিশিয়ানদের অসহযোগিতার কারণে তার কাজ বারবার ব্যাহত হচ্ছে এমনকি নতুন কোনো প্রজেক্টও হাতে আসছে না।

সম্প্রতি এই সংকটের কারণে নির্ধারিত সময়ে একটি মিউজিক ভিডিওর কাজ শুরু করতে পারেননি অনির্বাণ।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি রঘু ডাকাতে অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনও অভিনয়ের কাজ নেই।’

‘সেক্ষেত্রে এখন কোনও অসুবিধা হচ্ছে না কিন্তু এবার যদি দেখা যায় যে আরও ৩ মাস পর বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না। তখন নিশ্চয়ই আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে, তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হল। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।

তাকে কি কোনো ভাবে সাইডলাইন করার চেষ্টা চলছে? এই প্রশ্নে অভিনেতা সম্মতি জানিয়ে বলনে, ‘হ্যা আমাকে এখনো কোনো সিরিজ বা সিনেমায় অভিনয়ের জন্য আর কেউ ডাকেননি।’ তিনি আরও জানান তারা আদালতে যাওয়ার পর থেকেই তাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

অনির্বাণ একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালকও। তাছাড়াও তিনি একজন গীতিকার তার নিজস্ব একটি গানের দলও আছে।
এছাড়াও অভিনেতা বহু সিরিজ ও ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। তবে ফেডারেশনের এই সমস্যার জেরে কাজ নিয়ে বেশ বিপাকে পড়েতে হয়েছে অভিনেতাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ