1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

সংসার ভাঙলো কেটি পেরির!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫১ Time View

সংগীত তারকা কেটি পেরি ও অরলান্ডো ব্লুমের সম্পর্ক প্রায় এক দশকের। আছে চার বছরের একটি কন্যাও। তবে সুখের সে ঘরে বেজে উঠল ভাঙনের ভায়োলিন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কেটি-ব্লুমের সম্পর্ক ভেঙে গেছে।

ধনকুবের জেফ বেজস ও সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আসর থেকে খবরটি জোরালোভাবে ছড়িয়েছে। অনুষ্ঠানে একাই হাজির হয়েছিলেন অরলান্ডো ব্লুম। কাছের মানুষজন বলছেন, ‘তিনি এখন একা মানুষ।’ বেজস-সানচেজের বিয়েতে অভিনেতা নেচেছেন বলেও খবর।
এমন বড় আয়োজনে কেটিকে ছাড়া ব্লুমের অংশ নেওয়াকে বিচ্ছেদের সিলমোহর হিসেবেই দেখছে শোবিজের লোকজন।

এর আগে ১০ জুন পেজ সিক্সের এক প্রতিবেদনেও উঠে আসে কেটি-ব্লুমের সম্পর্ক ভাঙনের খবর। তবে সেখানে বলা হয়েছিল, তাঁরা এখনই বিচ্ছেদের কথা জানাবেন না। কেটি বর্তমানে তাঁর মিউজিক ট্যুরে রয়েছেন।
ডিসেম্বর নাগাদ এটি সম্পন্ন হবে। তখনই খবরটি সামনে আনবেন তাঁরা।

এদিকে পিপল ম্যাগাজিনের সূত্র অনুসারে, ক্যারিয়ারে মন্দ সময় পার করছেন কেটি। নতুন অ্যালবাম দিয়েও আশানুরূপ সাড়া পাননি গায়িকা। এমনকি একাধিক কনসার্টের সাড়ায়ও হতাশ শিল্পী।
তাঁর সেই হতাশার চাপ পড়ছে সম্পর্কেও।

প্রসঙ্গত, ২০১০ সালে অভিনেতা রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন কেটি। সম্পর্কটি টিকেছিল দুই বছর। ২০১৬-তে জড়ান অরলান্ডো ব্লুমের সঙ্গে। বাগদান সারলেও তারা বিয়ে করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ