1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, আগুন আ. লীগ নেতা ইস্কান্দার মির্জা পাঁচ দিনের রিমান্ডে রাজশাহীতে বিচারকের বাড়িতে দুর্বৃত্তদের হামলা; নিহত পুত্র, আহত স্ত্রী জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু : তথ্য উপদেষ্টা পিরোজপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা গোপালগঞ্জে গণপূর্ত ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা, পিকআপে আগুন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের পেঁয়াজ আমদানির জন্য দুই হাজারের বেশি আবেদন, তবে কৃষকদের স্বার্থ রক্ষা হবে: উপদেষ্টা গণভোটের জন্য ৪ বিষয়ে প্রশ্ন জনগণের ওপর জবরদস্তিমূলক: সালাহউদ্দিন গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যে প্রতিক্রিয়া জানাল জামায়াত

ইসলামি ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ১০৫ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দুই দিনব্যাপী ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ সোমবার শুরু হয়েছে। রাজধানীর সোনারগাও হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মুস্তফা আনোয়ার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইস্কান্দার আলী খান, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, ব্যাংকের পরিচালক মমিনুল ইসলাম পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ দাউদ খান, অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, হুমায়ূন বখতিয়ার প্রমুখ।

প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, জোন প্রধান এবং ২৬৬টি শাখার ব্যবস্থাপকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সম্মেলনে তথ্য প্রকাশ করা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আমানতের পরিমাণ ২০১১ সালের  ৩১ ডিসেম্বর দাঁড়িয়েছে ৩৪ হাজার ১৩৬ কোটি টাকা। এ সময় বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ১০৩ কোটি টাকা।
২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট বৈদেশিক বাণিজ্য পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১০ হাজার ৬৭৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৬০৬ কোটি টাকা।
এর মধ্যে আমদানি ৩০ হাজার ১২১ কোটি টাকা, রপ্তানি ১৭ হাজার ৮২৪ কোটি টাকা। এবং রেমিট্যান্স এসেছে ২৩ হাজার ৬৬১ কোটি টাকা।

ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্বেও আমদানি রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যসহ সকল ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সাথে নিবেদিত হয়ে কাজ করার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

তিনি ব্যাংকের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য ২০১২সালে আরো বেশি নিবেদিত হয়ে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।

মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে সকলকে আরো আন্তরিকতা, দক্ষতা ও সচেতনতার সাথে কাজ করে গ্রাহক সেবার মান উন্নয়ন ও পেশাদারিত্বের সাথে ব্যাংকিং খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকের মূল লক্ষ্য অর্জনের জন্য কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ