1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

কাজান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৩ Time View

কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের যশোরের চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।

গত মঙ্গলবার বিকেলে মূল প্রতিযোগিতা বিভাগসহ উৎসবের বিভিন্ন বিভাগের ছবির নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ।

উৎসবের ২১তম আসর শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর।
পাঁচ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ৯ সেপ্টেম্বর। উৎসবটির শর্ট ফিল্ম বিভাগে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ ছাড়া থাকছে সিরিয়া, রাশিয়া, ইরান, মিশর, কিরগিজস্তান, তুর্কিরএবং চায়নাসহ বিভিন্ন দেশের মোট ১০ সিনেমা।

‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিকের প্রথম নির্মাণ। উৎসবে যোগ দিতে সেপ্টেম্বরের শুরুর সময়ে রাশিয়ান প্রজাতন্ত্র তাতারস্তানের রাজধানী কাজান শহরে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবের পোস্টার শেয়ার করেছেন তিনি।

সিনেমাটির পটভূমি নিয়ে নির্মাতা বলেন, ‘আমার বেড়ে ওঠা যশোরের ঝিকরগাছা এলাকায়। এই সিনেমা শৈশবে ফেলে আসা একান্ত ব্যক্তিগত কিছু স্মৃতির সমষ্টি। সিনেমাটি রুপকথার আদলে নিজের শৈশবের একটা জাক্সটাপজিশন বলা যেতে পারে।
সিনেমাটিতে যশোরের ল্যান্ডস্কেপ, সেখানের মানুষের জীবনযাত্রা এবং কমপ্লেক্স লেয়ার্ড ইমোশন তুলে আনা হয়েছে।’

ছবিটি প্রযোজনা প্রসঙ্গে যুবরাজ শামীম বলেন, ‘আমার আসলে সেই অর্থে কারো সঙ্গে যোগাযোগ নাই, কিংবা আমি নিজে থেকেই বিচ্ছিন্ন থাকি। তবু এরমধ্যেই সৌমিকের সঙ্গে আমার পরিচয় হয় এবং মোবাইল দিয়ে বানানো ওর কয়েকটা ছবি দেখে আমি বেশ মুভড্ হই এবং নিজে থেকেই ওর এই ছবিটি প্রযোজনায় আগ্রহী হই। ছবিটি কাজানে মনোনীত হওয়া নিঃসন্দেহে সৌমিকের জন্য দারুণ অনুপ্রেরণার।’

‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীমের দরবার শরীফ প্রযোজিত ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী মানিক দাস।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এস কে শাহরিয়ার হাবীব এবং এম ডি শাহীন হোসেন।

সিনেমার অভিনেতাসহ সকল কলাকুশলী নবাগত। সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট এবং মিনিমালিস্টিক এপ্রোচে তোলা হয়েছে এই সিনেমা। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামস। পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য রচনা এবং সম্পাদনার কাজ করেছেন নির্মাতা নিজেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ