1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

শাহরুখ-সালমানের পর যশ রাজের ইউনিভার্সে যোগ দিচ্ছেন ভিকি কৌশল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪০ Time View

এই মুহূর্তে বলিউডে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি যশ রাজ স্পাই ইউনিভার্স। এর মধ্যে রেকর্ডসংখ্যক ব্যবসা করেছে ‘টাইগার’, ‘পাঠান’ এবং ‘কবীর’। সালমান খান, শাহরুখ এবং হৃত্বিক রোশনের পর এবার যশ রাজের এই স্পাইভার্সে যুক্ত হতে যাচ্ছেন আরো একজন অভিনেতা।

সূত্রের খবর, যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই থ্রিলার ছবিতে মুখ্য নায়ক হিসেবে দেখা যেতে পারে ভিকি কৌশলকে।
ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছুদিন ধরেই এই প্রকল্প নিয়ে কথাবার্তা চলছিল। এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে ভিকি খুব উচ্ছ্বসিত।

আপাতত ছবির চিত্রনাট্য ও অন্যান্য খুঁটিনাটি বিষয় প্রাথমিক পর্যায়ে থাকলেও এর উদ্দেশ্য এই স্পাইভার্সে একটি নতুন চরিত্র যোগ করা। ‘ছাবা’ হিট হবার পর ভিকি কৌশলের স্টার ভ্যালু অনেকটাই বেড়েছে।
নির্মাতারা বিশ্বাস করেন যে তিনি একা তার কাঁধে একটি শক্তিশালী গুপ্তচর চরিত্র পরিচালনা করার ক্ষমতা রাখেন। সব কিছু পরিকল্পনা মাফিক চললে আগামী বছর থেকে শুরু হতে পারে ছবির শুটিং এবং আগামীতে এর পরিচালকের নাম প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত এই স্পাই ইউনিভার্সে মোট ৭টি ছবি তৈরি হয়েছে, যার মধ্যে হৃত্বিকের রোশনের ‘ওয়ার ২’ এবং আলিয়া ভাটের ‘আলফা’ এবং এবার ভিকি কৌশলের নতুন ছবি প্রবেশ করতে চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ