1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব কেউ কেউ জুলাইয়ের স্পিরিটকে বিক্রি করে দিচ্ছে : শিবির সভাপতি ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া প্রার্থনা ফাঁকা আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

ব‍্যাংক লুটেরা ও ফ‍্যাসিষ্ট হাসিনার ডাকাত আমলাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে-সারোয়ার ওয়াদুদ চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৯ Time View

বৈষম্য বিরোধী জুলাই গণআন্দোলনের হত্যাকারী ও এস আলমের হাজার হাজার কোটি টাকা লুটের অন্যতম সহযোগী সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর মাহফুজ আলম, মোস্তফা কামাল, ফারুক আহমেদ, কাজী ওসমান আলী, জাফর আলম, ফোরকান উল্লাহ, নাজমুস সাদাত, মিজানুল কবির, জহির উদ্দিন কতৃক দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরীকে হত্যা চেষ্টার প্রতিবাদে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বযয় কমিটির স্হায়ী সদস্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ঢাকার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সচিব কাসেম মাসুদ, জাতিসংঘের সাবেক বিচারক ড. মোঃ শাহজাহান সাজু, অধ্যাপক ড. সৈয়দ মোঃ সামছুদ্দিন, ড. প্রকৌশলী লুৎফর রহমান, উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, নাগরিক ভাবনার আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, মেসবাহ উদ্দিন আহমেদ, আদিনা খান প্রমুখ। বক্তারা ভিডিও ফুটেজ দেখে সংগঠনের প্রাণ পুরুষ সারোয়ার ওয়াদুদ চৌধুরীর হত্যা চেষ্টাকারী শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী ১৯৯৯ সাল থেকে এসআইবিএল’র প্রধান শাখায় শাখায় ৫টি একাউন্ট পরিচালনা করিয়া কোটি কোটি টাকা রপ্তানি করলেও ব‍্যাংক ৫/৬ কোটি টাকা অন‍্যায় ও অবৈধ ভাবে মুনাফা নিয়েছে। ব্যাংকের মাধ্যমে থাইল্যান্ড থেকে অত‍্যাধুনিক মেশিন আমদানি করে তিনটি শিল্প কারখানা পরিচালনা করাবস্হায় হঠাৎ চায়না সরকার প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদিত পেট ফ্লেক্সস আমদানি নিষিদ্ধ করায় ব‍্যাংকের অসহযোগিতার কারণে ডাইভারসিফাইড প্রোডাক্ট করা সম্ভব না হওয়ায় কারখানা সমূহ বন্ধ হয়ে যায় এবং ব‍্যাংকের মাধ্যমে আমদানিকৃত ৮ কোটি টাকার মেশিনারিজ ১৮ টাকা কেজি দরে বিক্রি করে বিদুৎ বিল, অন্যান্য ইউটিলিটি বিল সহ কর্মকর্তা/কর্মচারীদের বেতন পরিশোধ করতে হয়।

পরবর্তীতে তিনি মানসিক দুঃশ্চিন্তায় ব্রেইন স্ট্রোক করার কারণে ব‍্যবসা পরিচালনা করতে পারেন নি
বরং ব‍্যাংকের বন্ধককৃত সম্পত্তি ঢাকা ওয়াসার ১৫ বছরের দুর্নীতির বরপুত্র তাসকিন এ খান কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়ে সুপ্রিম কোর্টের রিট ৪৫৬২/২০২১ আদেশ অমান্য করে প্রভাব খাটিয়ে ফ‍্যাসিষ্ট হাসিনার দোসর লুটেরা ডাকাত তৎকালীন ঢাকার ডিসি আবু সালেহ ফেরদাউস খান, এডিসি সাইফুল ইসলাম, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সহযোগিতায় ইন্ডাস্ট্রিজ জোর পূর্বক ভেঙে দেয় এবং ক্ষতিপূরণের ফাইল গায়েব করে। ফাইল ও চিঠি গায়েব করে লক্ষ লক্ষ টাকা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং নং ৫১, মাতুয়াইল পশ্চিম পাড়া, ওয়ার্ড নং ৬৩, থানা যাত্রাবাড়ী। অত‍্যন্ত পরিতাপের বিষয় সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ প্রধান শাখায় সারোয়ার ওয়াদুদ চৌধুরী বার বার আবেদন করেও ফারহা ট্রেড সেন্টারের দেনা না থাকা সত্ত্বেও সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ প্রতারণার আশ্রয়ে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত রিডেম্পশনের ব্যবস্থা করে নি, কি কারণে রিডেম্পশন করে নি তার পত্রও প্রদান করে নি। পরবর্তীতে সারোয়ার ওয়াদুদ চৌধুরী সর্বশেষ ৩ রা নভেম্বর ২০২২ ই বন্ধককৃত জায়গা রিডেম্পশনের জন্য আবেদন করলেও এস আলম তার লুটেরাদের দিয়ে হত্যা চেষ্টা অব্যাহত রাখে।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, ১৯৮৪ সালে ভুঁইফোঁড় সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম কে সাংবাদিক হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবৈধ সিসারেট সহ হাতেনাতে ধরলে কমলাপুর রেলওয়ে স্টেশনের জিআরপি ইন্সপেক্টরের সহযোগিতায় সে পালিয়ে যায়, ১৯১৭ সালে এই দুর্বৃত্ত মাফিয়া ফ‍্যাসিষ্ট হাসিনা, রেহানা ও গোলাপের সহযোগিতায় এসআইবিএল সহ আটটি ব‍্যাংক দখল করে।

এস আলমের নির্দেশে বৈষম্য বিরোধী জুলাই গণআন্দোলনের হত্যাকারী সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর লুটেরা মাহফুজ আলম, মোস্তফা কামাল, ফারুক আহমেদ, কাজী ওসমান আলী, জাফর আলম, ফোরকান উল্লাহ, নাজমুস সাদাত, মিজানুল কবির, জহির উদ্দিন সকলেই এস আলমের জামাই বেলাল হাজার হাজার কোটি টাকা লুট করেছে, জুলাই আন্দোলনের হত্যার হুকুম দাতাদ্বয় ফজলুর রহমান খান পিতা- দানু খান, জলিল পিতা-সুজন মিয়া যোগসাজশে ব্যাংকের অনুরোধে ফারহা ট্রেড সেন্টারের ফাইলে রক্ষিত স্বাক্ষর বিহীন একটি খালি চেকের পাতায় ১ কোটি লিখে আমার বিরুদ্ধে জুলুম পূর্বক কোনো প্রকার নোটিশ ছাড়াই গোপনে এন আই এ‍্যাক্টে মামলা দিয়ে আমার মতো ষ্টোক করা রোগীকে গ্রেফতার করে। মামলা নং বর্তমান ১৮৯১৫/২২ বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ, ৬ষ্ঠ আদালত, বাদী মোস্তফা কামাল পক্ষে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ অথচ ফারহা ট্রেড সেন্টারের ঋণ ২০১৩ ইং পরিশোধ করিয়াছি। অথচ আমার বিরুদ্ধে প্রতারণার মামলা করে লুটেরা জাতীয় বেঈমান খবিস এস আলম ব‍্যাংক দখল করার পরে।

গত ২৫ মে আমার বাবা ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম কমর উদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আমি মানসিক ও শারীরিকভাবে ভাবে অসুস্থ ছিলাম, দুপুর ১২ টায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে ৩ জন আমার ধানমণ্ডির বাসায় ঢুকে হত্যা চেষ্টা করে এবং বাকি আসামিরা আমার বাসার আশেপাশে অবস্হান নেয়, আমার ছেলের সন্দেহ হলে তাদের ভিডিও ধারণ করতে গেলে তারা পালিয়ে যায়। এই খুনি চক্রের সহযোগী শীর্ষ সন্ত্রাসী আরমান +880 13 2527 4023, +880 18 2541 4996, +880 19 4826 3477 সহ আরও বিভিন্ন নাম্বার থেকে আমাকে বহুবার হত‍্যা চেষ্টার হুমকি দিয়েছে।

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি অবিলম্বে বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারী উপরোক্ত দুর্বৃত্ত আমলা ও দুর্নীতিবাজ এস আলমসহ তার সহযোগী উপরোল্লিখিত খুনি লুটেরাদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ