1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

সিঁথিতে সিঁদুর পরেই কানের লাল গালিচায় ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৮ Time View

জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১৩ মে) কানের ৭৮তম আসর শুরু হয় ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে। বিশ্বের নামিদামি সব তারকা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে জমে উঠেছে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।
তবে ভারতীয় ভক্ত অনুরাগীদের নজর ছিল কানের লাল গালিচায় সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে দেখার। প্রতি বছরই এই অপেক্ষা থাকে অনুরাগীদের। ঐশ্বরিয়াও নিরাশ করেননা। এবারও করেননি।

গতকাল কানের মঞ্চে হাজির হয়েছেন ঐশ্বরিয়া। এবার আর চোখ ধাঁধানো পোশাকে নয়। সাদামাটা দেশি পোশাকেই প্রথম দিনের লাল গালিচায় দেখা মিলল অভিনেত্রীর। সেই সঙ্গে ভক্তদের জন্যও দিলেন এক ভিন্ন বার্তা।
গত কয়েকমাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের পথে ঐশ্বরিয়া। সেই গুঞ্জন বাড়তে বাড়তে পৌঁছে গেছে চরমে। এবার কানের মঞ্চে সেই গুঞ্জনের মুখে ছাই দিলেন এ সুন্দরী। সিঁথিতে টকটকে লাল সিঁদুর পরেই হাজির হলেন লালগালিচায়।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় বছরে জুড়ে।
দীর্ঘদিন ধরে একসঙ্গে কোনো অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় না তারকা জুটির। দুইজনের মধ্য সম্পর্কের কাদা ছোড়াছুড়ি নিয়ে সমালোচনার অন্ত নেয়। এবার বিচ্ছেদের গুঞ্জনকে উড়েয়ি দিতে দেখা গেল সাবেক বিশ্ব সুন্দরীকে। মাথা ভর্তি সিদুঁর দিয়ে কানের লাল গালিচায় হাজির হয়ে ঐশ্বরিয়া যেন প্রমাণ করলেন, তারকা জুটির সম্পর্কে কোনো চিড় ধরেনি।

এবার কান উৎসবে অভিনেত্রী গায়ে জড়িয়েছেন মণীষ মলহোত্রার তৈরি আইভরি রঙের (হালকা সাদা) বেনারসি শাড়ি। শাড়ির সঙ্গে সোনালি রঙের কাজ করা ব্লাউজ। গহনার জন্যও তিনি বেছে নিয়েছেন মণীষ মলহোত্রার ডিজাইন করা জুয়েলারি। তার গলায় যে হারটি ছিল, তাতে ছিল ৫০০ ক্যারেটের বেশি মোজাম্বিক রুবি এবং আনকাট হীরা। এছাড়াও তিনি পরেছিলেন নজরকাড়া আংটি।

মঙ্গলবার (১৩ মে) রাতে শুরু হয় কানের ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’— প্রতিটি বিভাগেই দেখা যাবে বিশ্বব্যাপী নানা দেশের চলচ্চিত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ