1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬১ Time View

প্রায় চার মাস পর আগামী ৫ মে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, ইনশা-আল্লাহ ম্যাডাম (খালেদা জিয়া) আগামী ৫ মে সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি, সঙ্গে ওনার দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান) আসার কথা রয়েছে।

কিভাবে দেশে ফিরছেন, সে বিষয়ে মির্জা ফখরুল বলেন, ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুল্যান্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য আমরা পেয়েছিলাম, সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে, টেকনিক্যাল রিজিয়নস। সে জন্য ম্যাডাম ঠিক করেছেন, ওইটা (এয়ার অ্যাম্বুল্যান্স) যদি শেষ মুহূর্তে না পাওয়া যায়, উনি বাংলাদেশ বিমানেই আসবেন। বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ তারিখ (৪ মে) উনি রওনা হলে ইনশা-আল্লাহ ৫ তারিখ সকাল ১১টার দিকে এসে পৌঁছবেন।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে উনি ডেফিনেটলি ভালো।

এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’কে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডামের বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন যান খালেদা জিয়া।
সেখানে লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি তিনি চিকিৎসকদের পরামর্শে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় যান, সেখানে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ