1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

ফাহমিদুলকে আবার ক্যাম্পে ডাকবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৬ Time View

বাংলাদেশের জার্সি গায়ে জড়াতেই হাভিয়ের কাবরেরার ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। কিন্তু সৌদি আরবে ক্যাম্প করলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলংয়ের বিমানে ওঠা হয়নি তার। সৌদি থেকেই ইতালির টিকিট কাটতে হয়েছিল তাকে।

ফাহমিদুলকে এভাবে বাদ দেওয়ায় তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলাদেশের সমর্থকরা।
সামাজিক মাধ্যমে ঝড় ওঠে সমালোচনার। অনেকে আরেক ধাপ বাড়িয়ে বলতে থাকেন অন্য অনেক প্রবাসী ফুটবলারের মতো ফাহমিদুলও ‘সিন্ডিকেটের’ শিকার হতে যাচ্ছেন।

যারা এমনটা ভাবছেন তাদের যেন আজ ভুল প্রমাণ করলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। সামনের ক্যাম্পেই ফাহমিদুলকে ডাকা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আজ জাতীয় দল কমিটির সভা শেষে বাবু বলেছেন, ‘ফাহামিদুলকে নিয়ে আলোচনা হয়েছে, আমরা বলেছি তাকে অন্তর্ভুক্ত করতে। কোচ যদি মনে করে কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেখানে ফেডারেশনের কোনো হস্তক্ষেপ থাকবে না। আমরা কোচকে প্রাধান্য দিচ্ছি। ফাহামিদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে।
কোচকে বলেছি তার সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা কোনো কিছু চাপিয়ে দিইনি। ৩১ মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে।’

আজকের সভায় ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করতে ট্রান্সফারের ঝামেলা মেটানোর কথাও হয়েছে বলে জানিয়েছেন বাবু। তিনি বলেছেন, ‘ফাহামিদুলকে নিয়েও আলাপ আলোচনা করেছি।
আমরা বলেছি, তাকে দলভুক্ত করার জন্য। আপনারা জানেন, একজন বিদেশিকে খেলাতে ট্রান্সফারের বিষয়ে অনেক ঝামেলা হয়, সেটা তখন সভাপতি সাহেব চেষ্টা করেছিলেন। ফাহামিদুলের ব্যাপারেও সভাপতি চেষ্টা করে যাচ্ছেন, ওর ট্রান্সফার করিয়ে ফেলতে পারলে ওকেও দলে অন্তর্ভুক্ত করার জন্য।’

জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানিয়েছেন বাবু। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘৫ জুন একটা প্রস্তুতি ম্যাচ খেলব। অনেকগুলো দেশের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। যেহেতু ঢাকাতে খেলা, সেই প্রস্তুতি ম্যাচ যেন ঢাকাতে হয়, এ জন্য আমরা কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে, তারা সাড়া দিলে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সুদান, ভুটান, সাইবেরিয়া আছে, আমরা একটু সুদানকে এগিয়ে রেখেছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত করব।’

আগামী ৩১ তারিখ দল ঘোষণা করবে বাফুফে। তত দিন অপেক্ষা করার কথা জানিয়ে বাবু বলেছেন, ‘আমরা চাপিয়ে দিইনি। আমরা আলাপ-আলোচনা করে এই কথা বলছি। ৩১ তারিখে যখন দল ঘোষণা করা হবে, তখন আপনারা জানতে পারবেন কে থাকছে।’

শুধু ফাহমিদুল না যারা বাংলাদেশের হয়ে খেলতে চান তাদের দলে নিতে ফেডারেশন আগ্রহী বলে জানিয়েছেন বাবু। তিনি বলেছেন, ‘কেবল ফাহমিদুল নয়, যেসব বিদেশি খেলোয়াড় রয়েছে, তারা যদি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হয় এবং কোচ যদি মনে করেন, এই খেলোয়াড়কে তার দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সে ক্ষেত্রে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো অনীহা থাকবে না। তার মতামতকে প্রাধান্য দেব। আসলে তারা যেখানে খেলছে, সেখান থেকে ক্লিয়ারেন্স লাগবে, এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ