1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

পিএসএল ছেড়ে আইপিএল বেছে নেওয়ায় প্রোটিয়া ক্রিকেটার নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

ড্রাফট থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশকে। কিন্তু আইপিএলের আগমুহূর্তে আরেক পেসার চোটে পড়ায় তাকে হঠাৎ আইপিএলে ডেকে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্স। এভাবে চুক্তি ভাঙায় বশকে পিসিবি আইনি নোটিশ পাঠিয়েছিল। এবার প্রোটিয়া এই পেস-অলরাউন্ডারকে এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করেছে পিসিবি।

কেবল নিষেধাজ্ঞাই নয়, বশকে আর্থিক জরিমানাও করেছে পিএসএল কর্তৃপক্ষ। যদিও তারা জরিমানার অঙ্কটা প্রকাশ করেনি। ক্রিকেটারদের সঙ্গে চুক্তিতে অপ্রকাশযোগ্য নীতিমালা থাকায় বিষয়টি গোপন রয়েছে বলে এক সূত্রের বরাতে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বশ জানিয়েছেন, ‘পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে আমি লজ্জিত। সে কারণে পাকিস্তান, পেশোয়ার জালমিসহ ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

সাম্প্রতিক বছরগুলোয় আন্তর্জাতিক ক্রিকেটমহলে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে পিএসএল। ফলে দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররাও এই টুর্নামেন্ট খেলতে আগ্রহ দেখিয়ে থাকেন। তবে বিপত্তি বেধেছে পিএসএল শুরুর সময়সূচিতে। প্রায় কাছাকাছি সময়েই পর্দা উঠে ভারতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেরও। ফলে বিদেশি ক্রিকেটারদের নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মাঝে টানাটানি লেগে যায়। কিন্তু কোনো একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নাম লিখিয়ে ফেলার পর অন্যত্র চুক্তি করার বিরল নজির দেখিয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা বশ।

বিশ্বজুড়ে আরও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে আসছেন এই প্রোটিয়া অলরাউন্ডার। এক বছরের নিষেধাজ্ঞা পেলেও তিনি ভবিষ্যতে পাকিস্তানের পিএসএলে খেলার আশা প্রকাশ করেছেন। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার জানান, ‘এটি আমার জন্য কঠিন শিক্ষা। তবে এই অভিজ্ঞতা থেকে আমি শেখার প্রতিশ্রুতি দিচ্ছি।’ এর আগে পাকিস্তানি ক্রিকেট কর্তৃপক্ষকে বশ জানিয়েছিলেন, পিএসএলকে হেয় করার কোনো উদ্দেশ্য ছিল না তার। আর মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া ছিল এই প্রোটিয়া পেসারের ক্যারিয়ারের জন্য অনেক বড় সিদ্ধান্ত।

এমনিতেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থান অনেক শক্ত ও দাপুটে। একইসঙ্গে বিশ্বব্যাপী বেশ কয়েকটি টুর্নামেন্টেও তাদের দল আছে। ফলে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত হওয়া একাধিক টুর্নামেন্ট খেলার পথ খুলে দেবে বশের জন্য। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগেও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন এই পেস অলরাউন্ডার। বশ নাম প্রত্যাহার করায়, পেশোয়ার জালমি নতুন করে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার মিচেল ওয়েনকে দলে ভেড়ায়। পিএসএলেরড্রাফটে তাকে কেউ না নিলেও তিনি নজর কেড়েছেন সর্বশেষ বিগ ব্যাশে। ফাইনালে খেলেন টুর্নামেন্টটির ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি।

প্রসঙ্গত, আজ (১১ এপ্রিল) পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে। অন্যদিকে, ২২ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএলের অষ্টাদশ আসর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ