1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ফের সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আতিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৪ Time View

২০২৫-২০২৯ মেয়াদের জন্য সুইডিশ ক্রিকেট বোর্ডের বোর্ড সদস্য ও সচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী ও প্রকৌশলী মো. আতিকুর রহমান। ৫ এপ্রিল সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত ভোটে তিনি বোর্ড সদস্য ও সচিব হিসেবে নির্বাচিত হন।

উপস্থিত ৮২ ভোটারের মধ্যে তারিক জুওয়াকের নেতৃত্বাধীন প্যানেল থেকে আতিকুর রহমান ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়ে এই বিজয় লাভ করেন। এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি-সুইডিশ নাগরিক হিসেবে সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

পুনরায় সচিব নির্বাচিত হয়ে আতিকুর রহমান বলেন, ‘পুনরায় নির্বাচিত হয়ে সুইডেনে ক্রিকেটকে আরো শক্তিশালী ও বিস্তৃত করতে আমরা সবাই মিলে কাজ করে যাব। এখানে ক্রিকেটের শিকড় দৃঢ়, এবং আমি এই খেলাটির আরো বিকাশ ও স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’

সুইডিশ ক্রিকেট বোর্ডের সভাপতি তারিক জুওয়াক বলেন, ‘আমরা আনন্দিত যে আতিকুর রহমান আবারও বোর্ড সদস্য হিসেবে আমাদের সঙ্গে থাকছেন। তিনি সুইডিশ ক্রিকেটের উন্নয়নে এক অসাধারণ অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন এবং ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান আমাদের বোর্ডের কার্যক্রমকে আরো সমৃদ্ধ করবে।

উচ্চশিক্ষার জন্য ২০১০ সালে সুইডেনে যান আতিকুর। সেখানে ইউনিভার্সিটি অব বোরাস থেকে ইনফরমেটিকস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি Borås Cricket Klubb-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি লগজেন্ট গ্রুপের (Logent Group, Sweden) আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ