1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

মাদক সংক্রান্ত অভিযোগে আটক কানাডা ক্রিকেট অধিনায়ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৬ Time View

বার্বাডোজ বিমানবন্দরে আটক হয়েছেন কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন। এর পর থেকে তিনি পুলিশি হেফাজতেই আছেন।

কানাডা ক্রিকেট দল কদিন আগে নামিবিয়া সফর শেষে কানাডায় ফিরছিলেন। ওই সময় অধিনায়ক কার্টন এয়ার কানাডার একটি ফ্লাইটে গিয়েছিলেন জন্মভূমি বার্বাডোজে।
বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

তাকে পুলিশের হেফাজতে নেওয়া নিয়ে রিপোর্টের পর, ক্রিকেট কানাডা বলেছে যে তারা ‘এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’। বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘ক্রিকেট কানাডা জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস কার্টনকে নিয়ে সাম্প্রতিক অভিযোগ এবং তার আটক সম্পর্কে অবগত হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
ক্রিকেট কানাডা স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ব্যাপারে আরো বিশদ তথ্য পাওয়া গেলে জানানো হবে।’

২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার কার্টনকে গ্রেপ্তারের পেছনে গুরুতর অভিযোগের খবর জানিয়েছে জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’। বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে নাকি কার্টনের সংশ্লিষ্টতা আছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এখন তিনি পুলিশকে এ ব্যাপারে সহায়তা করবেন।

দুঃসময়ে ক্রিকেট কানাডা কার্টনের পাশে থাকবে বলেও জানিয়েছে, ‘ক্রিকেট কানাডা তাদের দলের প্রত্যেককে অকুণ্ঠ সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আমাদের দেশের গর্ব এবং পেশাদারিত্বের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে চলছে।’

এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে প্রথম নর্থ আমেরিকা কাপ। যেখানে বাহামাস, বারমুডা, কেম্যান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে কানাডা।

কানাডা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আমরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছি। খেলার মধ্যে সর্বোচ্চ সততা এবং দায়িত্বশীলতার মান বজায় রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে আগামী ১৮ এপ্রিল কেম্যান দ্বীপপুঞ্জে শুরু হতে যাওয়া নর্থ আমেরিকা কাপের প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ মনোযোগী।’

কানাডার হয়ে ২১টি ওডিআই ও ২৮টি টি-টোযেন্টি খেলেছেন কার্টন। ওয়ানডেতে ৫১৪ রান এবং টি-টোযেন্টিতে ৬২৭ রান করেছেন। কানাডায় আসার আগে, তিনি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ এবং বার্বাডোসের হয়ে খেলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ