1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সালমানের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৪৫ Time View

ট্রেলারেই সালমান খান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিসের খেলা ঘুরতে চলেছে! কখনো অ্যাকশন লুকে, আবার কখনো রোমান্টিক হিরোর বেশে তাকে দেখে ব্যাপক উচ্ছ্বসিত ভাইজান ভক্তরা। এবার অগ্রিম বুকিংয়েও ঝড় তুলে দিল তার ‘সিকান্দার’।

মঙ্গলবার সিনেমাটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই ৪০ হাজার টিকিট শেষ।
শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের টিকিটই যা বিক্রি হয়েছে, তাতে ১.১৩ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘সিকান্দার’।

অন্যদিকে ব্লক বুকিংয়ের হিসেব ঘেঁটে বলিউডের সংবাদ মাধ্যম বলছে, অগ্রিম বুকিংয়েই ‘সিকান্দার’ ৫ কোটি রুপির বেশি আয় করেছে। ভারতের প্রায় ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ছবিটির।

সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে।
২১.৮৪ লক্ষ টিকিট হু হু করে বেরিয়ে গিয়েছে রাজধানীতে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র। তাদের অনুমান, প্রথম দিনেই ৫০ কোটির গণ্ডি পেরোবে সালমান খানের ‘সিকান্দার’। এদিকে ঝড়ের গতিতে টিকিট বিক্রি দেখে ভাইজান ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘ব্লকবাস্টার হবেই’।

রবিবার তিন মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের ‘সিকান্দার’ ট্রেলারে খেলা দেখিয়েছেন ভাইজান। একদম অ্যাকশন প্যাকড ঝলক। সঙ্গে ভাইজানের নিজস্ব ভঙ্গিতে দুরন্ত সংলাপ। নাচে, গানে, অ্যাকশনে, ড্রামায় ভরপুর ট্রেলার থেকে চোখ ফেরানো দায়। অনেকদিন পর সালমানকে আবার দেখা গেল পুরনো মেজাজে।

বলিউডের আট-নয়ের দশকের অ্যাকশন ঘরানার ছবির ফ্লেভার নিয়ে হাজির ‘সিকান্দার’। এদিকে অভিনেতাকে আরও একবার লার্জার দ্যান লাইফ অবতারে দেখে দারুণ খুশি ভক্তরা।

ঈদ উপলক্ষ্যে আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অতঃপর এবারের ইদে অনুরাগীদের জন্য সালমানের ‘ইদি’ যে ‘সিকান্দার’-ই হতে চলেছে, তা বেশ বোঝা যাচ্ছে। এবার সালমানের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষা মাত্র!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ