1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

একই দিনে তিন সিনেমার সিক্যুয়াল ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৪ Time View

একই দিনে তিনটি হিট সিনেমার ঘোষণা এলো বলিউডে। অক্ষয় কুমারের ‘কেসারি ২’, অজয় দেবগনের ‘রেইড ২’ এবং ইমরান হাশমির আওয়ারাপানের সিক্যুয়াল। বলিউডপ্রেমী দর্শকদের জন্য দারুণ তিন সুখবর।

আজ সোমবার (২৪ মার্চ) আসন্ন চলচ্চিত্র ‘কেসারি চ্যাপ্টার ২ : দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালা বাগ’-এর টিজার প্রকাশিত হয়েছে।
নির্মাতারা এই টিজার উন্মোচন করেন, যেখানে প্রধান চরিত্রে অক্ষয় কুমারকে দেখা যায়। করণ সিং ত্যাগীর পরিচালনায় সিনেমাটি তুলে ধরবে ১৯১৯ সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া মর্মান্তিক জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা।

এক মিনিট ঊনচল্লিশ সেকেন্ডের এই টিজারের শুরুতেই এক ব্যতিক্রমী ৩০ সেকেন্ডের উপস্থাপন রয়েছে যেখানে কোনো ভিজ্যুয়াল নেই, নেই কোনো লোগো বা শিরোনাম। বরং, এটি শুধুমাত্র শব্দের মাধ্যমে দর্শকদের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের বিভীষিকাময় পরিবেশে ডুবিয়ে রাখে।
এরপর আসে ভিজ্যুয়াল। ব্যতিক্রমধর্মী টিজারটি প্রকাশের পরপরই দারুণ সাড়া ফেলেছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেসারি’ বক্স অফিসে সুপারহিট হয়। এবার একই নামে ভিন্ন গল্প নিয়ে আসছেন অক্ষয় কুমার।

অক্ষয়ের টিজারের দিন নিজের হিট সিনেমা ‘রেইড’-এর সিক্যুয়ালের পোস্টার শেয়ার করেছেন অজয় দেবগন। সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইড’ বক্স অফিসে ছিল দারুণ সফল। সোমবার (২৪ মার্চ) অজয় দেবগন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘রেইড ২’-এর মুক্তির তারিখ ঘোষণা করেন, যা আরও অ্যাকশন ও সাসপেন্স নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। অজয় দেবগন সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘নতুন শহর, নতুন ফাইল, আর আময় পট্টনায়েকের এক নতুন রেইড। ‘রেইড ২’ আসছে আপনার কাছের প্রেক্ষাগৃহে ২০২৫ সালের ১লা মে।

অন্যদিকে ইমরান হাশমির হিট সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল নিয়েও বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল। তবে এবার গুঞ্জনকে সত্য প্রমাণ করে দিয়ে অফিসিয়াল ঘোষণা দিয়েই দিলেন অভিনেতা। সোমবার নিজের ফেসবুক আইডি থেকে ইমরান হাশমি ‘আওয়ারাপান ২’-এর ফার্স্ট লুক টিজার শেয়ার করেছেন। টিজারে ইমরানের আইকনিক চরিত্রকে একটি নৌকায় দাঁড়িয়ে শহরের স্কাইলাইনের পেছনে সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এছাড়া, একটি খাঁচা থেকে পাখিকে মুক্ত করে দেওয়ার দৃশ্যও রয়েছে, যেখানে ইমরান কণ্ঠে বলছেন, ‘অন্যের জন্য প্রাণ উৎসর্গ করাই আমার ভাগ্য।’ টিজারের শেষে লেখা রয়েছে, ‘আওয়ারাপান ২– যাত্রা অব্যাহত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ