1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

এবার মঙ্গল শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে : ফারুকী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪৪ Time View

এবার পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ভিন্ন আঙ্গিকে বের করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তবে এই শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে কি না, এ ব্যাপারে সোমবার (২৪ মার্চ) সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

রবিবার (২৩ মার্চ) সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থেই নতুন জিনিস দেখবেন।
আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা বিস্তারিত না বলছি। সারপ্রাইজ হিসেবেই থাকল। ইটস আ টিজার।
যারা অংশগ্রহণ করবেন তারা নিজেরাই নিজেদের চোখে দেখতে পারবেন পরিবর্তনগুলো কিভাবে ঘটছে।’

তিনি আরো বলেন, ‘আগে সবাইকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা হতো না। আগে শোভাযাত্রা ছিল শুধু বাঙালিদের শোভাযাত্রা, এবার সব জাতি গোষ্ঠীর শোভাযাত্রা হবে এটি।’

ফারুকী বলেন, ‘শোভাযাত্রায় পাহাড়ি-বাঙালি সবাই যার যার সংস্কৃতি তুলে ধরবে।
এবার নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোনো বিধি-নিষেধ থাকবে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরেও অনুষ্ঠান চলমান রাখা যাবে।’

এক প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘কী নামে শোভাযাত্রা হবে, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সভা আছে, সেখানে সেটা ঠিক হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ