1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

পাল্লা দিচ্ছেন দীপিকাকে, সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় কিয়ারা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৫ Time View

অভিনয় দিয়ে নিজেকে বলিউডের প্রথম সারিতে নিয়ে এসেছেন কিয়ারা আদভানি। এখন তিনি পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ। জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কিয়ারা, মা হতে যাচ্ছেন। এমন সিদ্ধান্তের জন্য সম্প্রতি একটি ছবির কাজ ছেড়ে দিয়েছেন।
ডন ফ্রাঞ্চাইজিতে অভিনয় করার কথা ছিল তার কিন্তু সেই ছবি ছেড়ে দিয়েছেন কিয়ারা।

তাতেও আফসোস নেই অভিনেত্রীর। এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নাম লেখাতে চলেছেন কিয়ারা। পাল্লা দিতে চলেছেন দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে!

এবার তাকে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে।
ছবির নাম ‘টক্সিক’। জানা গেছে, ছবিটির জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। এই ছবির মাধ্যমেই কন্নড় চলচ্চিত্র জগতে পা রাখছেন তিনি।

তবে কিয়ারার আগে এই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন।
তিনিই এখন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা। সেই জায়গায় কিয়ারা ‘টক্সিক’র জন্য পারিশ্রমিক চেয়েছেন ১৫ কোটি।

প্রিয়াঙ্কা চোপড়াকেও এবার দেখা যাবে দক্ষিণী ছবিতে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে তিনি নাকি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।

প্রসঙ্গত, ‘টক্সিক’ ছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ ছবিতেও দেখা যাবে কিয়ারা আদভানিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ