1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা, প্রবেশে নিষেধাজ্ঞা হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা হাদির ওপর হামলা মানে বাংলাদেশের ওপর হামলা: সালাহউদ্দিন আহমেদ হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আ.লীগের ষড়যন্ত্রের ছক: নাহিদ বিএনপির সহনশীলতার বিপরীতে মবোক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে: খসরু হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সরকারকে ৪৮ ঘণ্টার ‘আল্টিমেটাম’

‘সিউ’ উদযাপন করে রোনালদোকে দর্শক বানালেন হইলুন্দ, হেরেছে পর্তুগাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৯ Time View

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হোঁচট খেয়েছে পর্তুগাল। পুরো ম্যাচে নিজেদের ছায়া হয়ে ছিলেন রোনালদো-ফার্নান্দেজরা। ফলও পেয়েছে হাতেনাতে। ঘরের মাঠে রাসমুস হইলুন্দের গোলে জিতেছে ডেনমার্ক।
এ জয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ডেনিশরা।

কোপেনহেগেনে বৃহস্পতিবার পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। ৭৮ মিনিটে ডেনমার্কের হয়ে একমাত্র গোলটি করেন রাসমুস হইলুন্দ। পুরো ম্যাচে ডেনমার্ক ২৩টি শট নিয়েছে, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি।
অন্যদিকে, মাত্র ৮টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে রোনালদো-ফার্নান্দেজরা।

ম্যাচ শুরু হতেই বিপদে পড়তে যাচ্ছিল পর্তুগাল। গোলরক্ষক কস্তা শট নেওয়ার সময় পা বাড়িয়ে দেন সামনেই থাকা ডেনিশ ফরোয়ার্ড মিকা বিয়েরেথ, তার পায়ে লেগে বল গোলের দিকে ছুটছিল। স্লাইড করে গিয়ে বল ধরে বাইরে পাঠান কস্তা।
অষ্টম মিনিটে ডেনিশ রক্ষণে প্রথম ভীতি ছড়ায় পর্তুগাল। পেদ্রো নেতোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট ডেনিশ গোলরক্ষক কাসপার স্মাইকেল ঝাঁপিয়ে ঠেকান।

২৩তম মিনিটে পর্তুগালের ডি-বক্সে তাদের মিডফিল্ডার রেনাতো ভেইগার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ক্রিস্তিয়ান এরিকসেনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন কস্তা। ৩৪তম মিনিটে উল্লেখযোগ্য প্রথম প্রচেষ্টা চালান ক্রিস্টিয়ানো রোনালদো, তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৬ মিনিটে ডেনমার্ককে হতাশ করেন কস্তা। বিয়েরেথের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন এই গোলরক্ষক। কিছুক্ষণের মধ্যে আবার ডেনিশদেন হানা, এই দফায় এরিকসেনের শট গোললাইনে ফেরান ডিফেন্ডার দিয়োগো দালোত।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন কস্তা। গুস্তাভ ইসাকসেনের শট ঝাঁপিয়ে ঠেকান তিনি। বদলি নামার নবম মিনিটে গোল পেতে পারতেন হইলুন্দ, তবে তার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমবার ব্যর্থ হলেও ৭৮তম মিনিটে কস্তার প্রতিরোধ ভাঙেনে এই ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। সতীর্থদের পাসিং ফুটবলে তৈরি হওয়া সুযোগ থেকে ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান হইলুন্দ। এরপর রোনালদোর পছন্দের সি…উ উদযাপনই করলেন তরুণ এই ফরোয়ার্ড। গোল খেয়েও জেগে উঠতে পারেনি পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল তারা।

২২ বছর বয়সী হইলুন্দ সম্প্রতি বলেছিলেন, আমি রোনালদোর কারণে ফুটবলের প্রেমে পড়েছিলাম। আজ রোনালদোর বিপক্ষে গোল করার পর রোনালদোর সি…উ উদযাপনই করলেন তরুণ এই ফরোয়ার্ড।

আগামী রোববার পর্তুগালের মাঠে হবে ফিরতি লেগের ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ