1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই-যোদ্ধাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ এনবিআর বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা নিলামে ২২৩.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক সেন্টমার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনাসহ মাস্টারপ্ল্যান চূড়ান্তে গুরুত্বারোপ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ ডিজিটাল আর্থিক সেবায় কঠোর প্রতিবেদন দাখিল বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার আদালতে মাদুরোর দাবি: ‘আমি নির্দোষ, আমিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’ নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ইসির ১০ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান

মৃত্যু রহস্য উন্মোচিত হলো অস্কারজয়ী অভিনেতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪৩ Time View

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মৃত্যুর কারণে সম্পর্কে শুক্রবার (৭ মার্চ) এক হৃদয়বিদারক সিদ্ধান্তে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, হৃদরোগ এবং আলঝেইমার জটিলতায় আক্রান্ত হয়ে পেটে খাবার না থাকায় মৃত্যুবরণ করেছেন হ্যাকম্যান। তার মৃত্যুর এক সপ্তাহ আগে বিরল হান্টাভাইরাস রোগ আক্রান্ত হয়ে তার স্ত্রী বেটসি আরাকাওয়া সান্তা ফে-তে তাদের বাড়িতে মারা যান।

শুক্রবার (৭ মার্চ) দুজনের দেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েছে নিউ মেক্সিকো পুলিশ।
তাতে প্রকাশ, হৃদ্‌রোগেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেতার। তাঁর মস্তিষ্কে থাবা বসিয়েছিল অ্যালঝাইমার্সও। তাঁর স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। বিরল এই ভাইরাসটি ইঁদুরের মল থেকে ছড়ায়।
কী ভাবে তাঁদের বাড়িতে ছড়াল হান্টাভাইরাস, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জিনের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল বেটসির। অ্যালঝাইমার্সের কারণে জিন সম্ভবত সেটি অনুধাবন করতে পারেননি। তদন্তে এ-ও প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন পেটে খাবর পড়েনি জিনের।

সাংবাদিক বৈঠকে নিউ মেক্সিকো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেটসি সম্ভবত ১১ ফেব্রুয়ারি মারা যান। তবে ময়না তদন্তে প্রকাশ তথ্য অনুসারে জিন মারা গিয়েছেন ১৮ ফেব্রুয়ারি।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিউ মেক্সিকোর সান্টা ফে এলাকার একটি আবাসনের কটেজে পোষা কুকুরের সঙ্গে দুজনের দেহ মেলে। শেরিফের অফিস থেকে ঘটনাস্থলে যান অফিসারেরা। পরে জানা যায়, দেহ দুটি অভিনেতা জিন এবং তার পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার।
জিনের বয়স হয়েছিল ৯৫ বছর এবং বেটসির ৬৩ বছর।

হ্যাকম্যানকে গত শতকের সেরা অভিনেতাদের একজন মনে করা হয়। রবার্ট ডি নিরো, আল পাচিনো, ডাস্টিন হফম্যানের সঙ্গে তিনি হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার একজন ছিলেন। হ্যাকম্যানের প্রথম চলচ্চিত্র ছিল ওয়ারেন বেটির ‘লিলিথ’। ১৯৬৭ সালে আর্থার পেনের ‘বনি অ্যান ক্লাইড’ দিয়ে পার্শ্বচরিত্রে প্রথমবার অস্কার মনোনয়ন পান। ১৯৭০ সালে ‘আই নেভার স্যাং ফর মাই ফাদার’ চলচ্চিত্রের জন্য পার্শ্ব–অভিনেতা হিসেবে দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পান। এরপরই আসে সেই বিখ্যাত সিনেমা ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’। ১৯৭১ সালে মুক্তি পাওয়া জিমি পপাই ডয়েল চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পান। উইলিয়াম ফ্রিডকিনের সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ