1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মনোনয়নপত্র বাতিল বা সংক্ষুব্ধ যে কেউ আপিল করতে পারবেন, যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত : ইসি সচিব জুলাই শহীদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে: উপদেষ্টা আদিলুর রহমান খান সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ! শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে গ্রেপ্তার ৭

ছয় বিভাগে মনোনীত হয়ে পাঁচটিতেই অস্কার জিতল ‘আনোরা’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫৮ Time View

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’। রবিবার (২ মার্চ ) ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কারের এবারের আসর, যেখানে সেরা সিনেমার পুরস্কার ঘরে তোলে আনোরা। প্রেম, নারীর সামাজিক অবস্থান ও সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির চলচ্চিত্রটি সেরা সিনেমা, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার জিতে নেয়। ছয়টি বিভাগে মনোনীত হয়ে পাঁচটিতেই অস্কার জিতল আনোরা।

শন বেকার এই সিনেমার পরিচালক, চিত্রনাট্যকার এবং সম্পাদক। এককথায় সিনেমাটির প্রতিটি শটে তার ছোঁয়া স্পষ্ট। বরাবরই বাস্তববাদী গল্প বলার জন্য খ্যাত বেকার এবারও এক অনন্য চলচ্চিত্র উপহার দিয়েছেন, যা সাধারণ হলিউডি ফর্মুলার বাইরের এক অভিজ্ঞতা। অনেকটা প্রিটি ওম্যান-এর মতো প্রেমের গল্প হলেও, আনোরা তার মায়াবী দুনিয়াকে ভেঙে বাস্তবতার নির্মম মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

গল্পের কেন্দ্রীয় চরিত্র আনোরা ওরফে আনি, ব্রুকলিনের এক তরুণ স্ট্রিপার। রূপ, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করে সে। তবে একদিন তার জীবনে আসে এক রুশ কোটিপতি তরুণ, যে তাকে স্বপ্ন দেখায় বিয়ের এবং এক নতুন জীবনের। আনি ভাবে, হয়তো এই জীবনটাই তার জন্য অপেক্ষা করছিল! কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে, এই স্বপ্ন সত্যি হওয়া যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা একেবারেই নয়।
ছেলেটির পরিবার এই সম্পর্ক মানতে রাজি নয়, এবং তাঁরা এই বিয়ে ভেস্তে দিতে সব করতে পারে। এ নিয়েই আনোরার গল্প।

পুরস্কার মঞ্চে ঝড় তোলা সিনেমাটি অভিনয়ের দিক থেকেও অনবদ্য। আনোরা চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। পুরো সিনেমার আত্মা তিনি।
প্রতিটি আবেগকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন মাইকি। তার পারফরম্যান্স এতটাই মনোমুগ্ধকর যে, সেরা অভিনেত্রীর অস্কার তার হাতেই উঠবে এমন প্রত্যাশা ছিল অনেকেরই।

অন্যদিকে নির্মাতা শন বেকার বরাবরই প্রমাণ করেছেন, বড় বাজেট বা ঝাঁ-চকচকে ক্যামেরা ছাড়াও চমৎকার সিনেমা নির্মাণ করা যায়। তার প্রথম সিনেমা ‘ট্যাঙ্গারিন’ পুরোটা শুট করা হয়েছিল একটি আইফোনে! আর আজ সেই নির্মাতাই পাঁচটি অস্কার জিতে প্রমাণ করলেন, ভালো কনটেন্ট এবং গল্প বলার দক্ষতাই আসল। যদি কেউ সত্যিই প্রতিভাবান হন, বাজেট ও সম্মান নিজ থেকেই চলে আসে!

রবিবার (২ মার্চ) লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন। ‘আনোরা’ অভিনেত্রী মাইকি ম্যাডিসন পান সেরা অভিনেত্রীর পুরস্কার এবং ‘দ্য ব্রুটালিষ্ট’ থেকে অ্যাড্রিয়েন ব্রডি পান সেরা অভিনেতার পুরস্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ