1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকার হেরে গেলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪ Time View

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা এসেছি একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে। অন্তর্বর্তী সরকার হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। গণতন্ত্র শুধু হারাবে না, মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলবে। তাদের কণ্ঠরুদ্ধ হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর সিলভার ক্যাসেল মিলনায়তনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এসেছি ইতিহাসের যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম, সে সংগ্রামের ফসল হিসেবে। আমরা এসেছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ তাঁদের রক্তের দায় থেকে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে।
একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে।’

তিনি আরো বলেন, ‘গত ১৫ বছরে ৬০ লাখেরও বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলায় আসামি করা হয়েছে। এসব মামলার অধিকাংশ বাদী পুলিশ।’

অ্যাটর্নি জেনারেল পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে একজন আসামিকে ফরোয়ার্ড করলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করুন।
এফআরআইয়ে নাম না থাকতে পারে, কিন্তু তাকে কী কারণে গ্রেপ্তার করলেন সেটার পেছনের কারণটা কী, সে কিভাবে অপরাধে অংশগ্রহণ করেছে; এ কথাগুলো থাকলে বিচার বিভাগে জুডিসপ্রিডেন্সে অনেক সহজ হবে।’

দিনব্যাপী এই কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রহমান, পুলিশ মহাপরিদর্শক বাহানুল আলম, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ ও রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম। স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান।

এ ছাড়া কর্মশালায় ময়মনসিংহ বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক, আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ