খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রিমান্ডে
Reporter Name
Update Time :
সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
৬৩
Time View
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ কারাগার থেকে মশিউরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান মশিউরের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর সায়েন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে মশিউরকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।
মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।