1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অনুদান দিল ডিজনি ও প্যারামাউন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ Time View

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে সাধারণ নাগরিকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হলিউডের অনেক তারকাসহ কলাকুশলীরা। হলিউডের অসংখ্য তারকার বাড়ি সেখানে। পাহাড়ি অঞ্চলে তাদের শখের বাড়ি এখন পুড়ে ছাই। দাবানলের ঘটনায় রীতিমতো টালটামাল হলিউড।
একের পর এক শুটিং বাতিল হচ্ছে, পিছিয়ে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। তবে এই দুঃসময়ে এগিয়ে এসেছে বড় প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়াল্ট ডিজনি কম্পানি ও প্যারামাউন্ট গ্লোবাল। ডিজনি দিচ্ছে ১৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১৮৩ কোটির বেশি)।

মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ডিজনির এই অনুদান যাবে লস অ্যাঞ্জেলেসের ফায়ার বিভাগের ফাউন্ডেশন, আঞ্চলিক ফুডব্যাংকসহ নানা সংস্থায়।
ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিজনি কম্পানির সব কর্মচারীর জন্য এটা দুর্ভাগ্যজনক, এই ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে সবাই একসঙ্গে কাজ করব।’

হলিউড রিপোর্টার আরো জানিয়েছে, ডিজনির পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ১২২ কোটিরও বেশি) অনুদানের ঘোষণা দিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ঘটনায় তারা ভীষণ মর্মাহত।

যাদের জানমালের ক্ষতি হয়েছে তাদের প্রতি প্রতিষ্ঠানটির সমবেদনা আছে।
সবাই মিলে একসঙ্গে কাজ করলে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। এর আগে প্যারামাউন্ট গ্লোবালের সমান অঙ্কের অর্থ (১০ লাখ ডলার) অনুদানের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস।

দাবানলে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়ি। কাউকে এক কাপড়েই বাড়ি ছাড়তে হয়েছে। জানা গেছে, অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের সাবেক সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাঁদের বাড়ি হারিয়েছেন।
অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও পুড়েছে। স্ত্রী-সন্তান নিয়ে কোনোমতে প্রাণে বেঁচেছেন এই অভিনেতা। টম হ্যাংকস, ব্রিটনি স্পিয়ার্স, স্টিভেন স্পিলবার্গ ও রিটা উইলসনের মতো তারকারাও থাকেন প্যাসিফিক প্যালিসেডসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ