1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

এবার নাটকের প্রযোজনায় পড়শী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ Time View

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী গানের পাশাপাশি ক্রমশ চমকে দিচ্ছেন অভিনেত্রী হিসেবে। এখন অভিনয়েও নিয়মিত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। এবার ভালোবাসা দিবসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলোতে তাঁর জুটি হচ্ছেন তৌসিফ মাহবুব ও জোভান।
অভিনয় ও গানের বাইরে এবার পড়শীকে পাওয়া যাবে নতুন পরিচয়ে।

রোজার ঈদের জন্য তিনি নাটক প্রযোজনা করতে যাচ্ছেন। চলছে গল্প লেখার কাজ। পরিচালনা করবেন মহিদুল মহিম।
পড়শী বলেন, ‘এ বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই। আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব। আশা করছি, ভক্তদের জন্য দারুণ সব নাটক উপহার দিতে পারব।’

পড়শীর ভাই সাক্ষর থাকবেন নাটকগুলোর তত্ত্বাবধানে।
তিনি বলেন, ‘অনেক সময় পাণ্ডুলিপি পছন্দ হয় না, অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না। তার পরও পরিচালকদের অনুরোধে নাটকগুলো করতে হয়। পড়শী যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবে তখন গল্প থেকে শুরু করে পরিচালক, সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবে। আমরা পারিবারিকভাবে বেশ আগেই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে অফিশিয়ালি কাউকে এখনো জানানো হয়নি।
আগামী দিনে নাটকের জন্য পড়শী আলাদা একটা ইউটিউব চ্যানেল করার কথাও ভাবছে। দেখা যাক, প্রথম দিকে দর্শকদের কাছে কেমন সাড়া পাই। তার পরেই বাকি সিদ্ধান্ত।’

গতকাল পড়শী শুটিং করেছেন মহিদুল মহিমের নাম ঠিক না হওয়া একটি নাটকের। এসবিই নামের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ