1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ নভেম্বর, ২০১২
  • ১১৫ Time View

আয়কর ফাঁকির মামলায় আদালতে একুশে টেলিভিশনের পরিচালক ও  চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ অভিযোগ গঠন করেন।

ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম এসময় আদালতে উপস্থিত ছিলেন। তাকে অভিযোগ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

আগামী ২৯ নভেম্বর সাক্ষ্যের দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের বিষয়টি মহানগর পিপি মো. আব্দুল্লাহ আবু বাংলানিউজকে নিশ্চিত করেছেন ।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তিনি এ মামলায় একই আদালত থেকে জামিন নেন।  গত ১২ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মোহাম্মদ বজলুর রহমান খান এ আদালতেই মামলাটি দায়ের করেছিলেন।

মামলায় ২০০৬-০৭ অর্থবছর থেকে পরবর্তী চার অর্থবছরে ১৭ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৫৭ টাকা আয় গোপন করে তার উপর প্রযোজ্য ৯ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৮২৩ টাকা আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, গত ২০ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৯-এর উপ-কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল  আয়কর রিটার্ন দাখিল না করায় ইটিভি’র চেয়ারম্যান আব্দুস সালাম ও ব্যবস্থাপনা পরিচালক আশারাফুল আলমের বিরুদ্ধে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আরেকটি মামলাটি দায়ের করেছিলেন।

মামলায় অভিযোগ করা হয়েছিল, ২০০৮-০৯ থেকে ২০১০-১১ অর্থবছরে বিবাদীরা ইচ্ছাকৃতভাবে আয়কর রিটার্ন দাখিল করেননি। পরবর্তী সময়ে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হলেও তারা তা পালন করেননি।

এ মামলায় গত ৭ জুন আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। কিন্তু মামলাটি বর্তমানে হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ