1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

চীনের অর্থায়নে প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী চলমান থাকবে : চীনা দূত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫২ Time View


ঢাকা, ২০ আগস্ট, ২০২৪ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশে চীনের অর্থায়নে বাস্তাবায়নাধীন প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী চলমান থাকবে।
ইয়াও ওয়েন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে এটাই আমার প্রথম বৈঠক। আমরা একটি ফলপ্রসূ আলোচনা করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। আমরা একসাথে কাজ করব।’
রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
চীন তাদের প্রকল্পগুলো চালিয়ে যাবে উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
চীনা ঋণের সুদের হার নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘সুদের হার নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত আপত্তির ব্যাপারে আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে।’
সালেহউদ্দিন আহমেদ চীনা ঋণের সুদের হার কমানোর এবং ঋণ পরিশোধের সময়সীমা আরও দশ বছর বাড়ানোর প্রস্তাবের কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি। আমরা যে অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছি, তা আমরা চালিয়ে যাব। আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা করব। আমরা তাদের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, তারা সচরাচরের চেয়ে বেশি করবেন। কোন সমস্যা থাকলে আমরা তা দ্রুত চিহ্নিত করব।’
সালেহউদ্দিন বিগত সরকারের রেখে যাওয়া চ্যালেঞ্জের কথাও উল্লেখ করে বলেন, ‘আগের সরকার কিছু সমস্যা তৈরি করেছে। আমাদের এত প্রকল্প নেওয়ার দরকার ছিল না। এখন আমাদের ঋণের বোঝা। এগুলো দুর্ভাগ্যজনক বিষয়। আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ