1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

উদীচীর উৎসব শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১২
  • ১৫৩ Time View
উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক রণেশ দাশগুপ্তের জন্মশতবার্ষিকী আগামী ১৫ জানুয়ারি। এ উপলক্ষে সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে উদীচীর আয়োজনে শুরু হয়েছে ‘রণেশ দাশগুপ্ত আবৃত্তি উৎসব’ ও ‘রণেশ দাশগুপ্ত জন্মশতবর্ষের অনুষ্ঠান’। ১৩ জানুয়ারি শুক্রবার বিকালে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কলকাতার প্রখ্যাত বাচিক শিল্পী পার্থ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু, ঊর্মীমালা বসু, কবি আসাদ চৌধুরী, কবি নির্মলেন্দু গুণ, দেশবরেণ্য আবৃত্তি শিল্পী আসাদুজ্জামান নূর, নাসিরউদ্দিন ইউসুফ, কাজী আরিফ, আশরাফুল আলম, ভাস্বর বন্দোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের শিল্পীরা। এরপর সন্ধ্যায় দেশের প্রখ্যাত আবৃত্তি শিল্পীদের একক ও দলীয় পরিবেশনা অনুষ্ঠিত হয়। এরপর ছিল কলকাতার আমন্ত্রিত বাচিক শিল্পী জগন্নাথ বসু ও ঊর্মীমালা বসুর শ্রুতি নাটক পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের আবৃত্তি বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন।

দু’দিনব্যাপী আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিন, ১৪ জানুয়ারি শনিবার বিকেল ৪টা থেকে শুরু হবে আবৃত্তি অনুষ্ঠান। থাকবে দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী ও বিভিন্ন আবৃত্তি সংগঠনের একক ও দলীয় পরিবেশনা। এছাড়াও আবৃত্তি পরিবেশন করবেন কলকাতার আমন্ত্রিত বিশিষ্ট বাচিক শিল্পী পার্থ ঘোষ ও গৌরী ঘোষ।

১৩ ও ১৪ জানুয়ারি আবৃত্তি উৎসব শেষে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘রণেশ দাশগুপ্ত জন্মশতবর্ষের অনুষ্ঠান’। ওই দিন বিকেল ৪টায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্জুরুল আহসান খান, কামাল লোহানী, সৈয়দ হাসান ইমাম, মাহফুজা খানম, মতিউর রহমান, আকতার হুসেন, ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ প্রমুখ। এছাড়া, সন্ধ্যায় সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও নাটক পরিবেশন করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ