1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

‘বিগ বস’র মঞ্চে শাহরুখ-কাজলকে নিয়ে আসবেন করণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪৬ Time View

‘বিগ বস’ -এর ১৫তম সিজনের ওয়েব ভার্সন উপস্থাপনা করছেন বলিউডের নামকরা পরিচালক-প্রযোজক করণ জোহর। গত কয়েকটি সিজন ধারাবাহিকভাবে উপস্থাপনা করে আসা বলিউড সুপারস্টার সালমান খানের পরিবর্তে এই সিজন থেকে উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি।

সম্প্রতি এক প্রশ্নের জবাবে ‘বিগ বস’ -এ শাহরুখ-কাজল সব থেকে দারুণ জুটি হবে বলে মন্তব্য করেছেন তিনি।

গণমাধ্যমের প্রশ্ন ছিলো নিজের সিনেমাগুলো থেকে কোন কোন চরিত্রকে বিগ বসের প্রতিযোগী হিসেবে নিয়ে আসতে চান তিনি? জবাবে খ্যাতিমান এই পরিচালক বলেন, ‘আমি যদি আমার পুরনো কোনো সিনেমা থেকে চরিত্র নিয়ে আসার সুযোগ পাই তবে ‘কুচ কুচ হোতা হ্যায়’ থেকে অঞ্জলি এবং রাহুল নিয়ে আসবো। আমার মনে হয় এ দুটি চরিত্রে অভিনয় করা শাহরুখ ও কাজল জুটির চেয়ে চমক জাগানিয়া আর কেউ হতে পারে না এই আসরে।’

‘বিগ বস’ -এ শাহরুখ এবং কাজলকে নিয়ে আসার কারণ জানতে চাওয়া হলে তিনি আরো বলেন, ‘শাহরুখ এবং কাজলের মধ্যে অসাধারণ একটি ব্যাপার রয়েছে। তারা দুজন দুজনকে খুব ভালো বুঝতে পারে। আমি মনে করি ‘বিগ বস’ – এর জন্য এমন জুটিই দরকার।’

সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, রাজকুমার হিরানির একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাহরুখ। সেই ছবিতে তার বিপরীতে দেখা যাবে কাজলকে, এমন খবরও প্রকাশ করেছে বলিউডভিত্তিক অনেক গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ