1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

ভক্ত বিয়ে করতে চাইলেন শ্রাবন্তীকে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩২ Time View

বিতর্ক যতই থাক! নিজের জীবন নিজের শর্তে কাটাতে পছন্দ করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হিসেবে যে তার পরিচিতি, সেটাও খুব একটা গায়ে মাখেন না! রবিবার নিজের ফটোশুটে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রাবন্তী। যেখানে দেন ইঙ্গিতপূর্ণ ক্যাপশন।

জীবনের পথচলা নিয়ে দিলেন ‘জ্ঞানের বার্তা’! জলপাই রঙের শার্টে নিজের একগুচ্ছ ছবি এ দিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে টলি সুন্দরী। ক্যাপশনে লেখেন, ‘পথ চলার দিকে মনোযোগ থাকুক, গন্তব্যে নয়। আনন্দ আসে কোনো কাজ করার সময়, তা শেষ করার পরে নয়।’

পোস্ট করা ছবিতে খোলা চুল আলগোছে ঠিক করায় চোখে পড়ল তার হাতের ট্যাটুখানাও। হালকা মেকআপ ও গোলাপি ন্যুড লিপস্টিকে মন কাড়লেন সকল ফলোয়ার্সের। আর শ্রাবন্তীর রূপে মুগ্ধ হয়ে এক অনুরাগী দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব, কমেন্ট করলেন ‘এবার প্লিজ আমায় বিয়ে করো’!

আর তাতেই প্রশ্ন ওঠে, জীবনের পথ চলায় এখন কাকে পাশে পেতে চাইছেন অভিনেত্রী। তৃতীয় স্বামী রোশন সিং-এর ওপর থেকেও উঠে গেছে মন। আপাতত তিনি সিঙ্গেল। ছেলে ঝিনুকের পড়াশোনার দিকে কড়া নজর রাখার পাশাপাশি নিজের ক্যরিয়ার নিয়েই বেশি ভাবছেন।

এদিকে কলকাতার আবাসনের বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তাতে পাত্তা না দিয়ে, অভিরূপের পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি একাধিকবার শেয়ার করেছেন। যদিও দুজন ধরা দেননি একফ্রেমে। জানিয়েছেন, তারা এক জায়গায় থাকেন। তাই ফ্রেন্ড সার্কেলেও এক। দুজনেই খুব ভালো বন্ধু!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ