1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

নুসরাতের সাবেক স্বামীর প্রেমের গুঞ্জন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৩ Time View

ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈন। তাদের এ সম্পর্ক এখন অতীত। ব‌্যবসা আর ফিটনেসের যত্ন নিয়ে এখন সময় কাটছে নিখিলের। অন‌্যদিকে অনাগত সন্তান আর যশ দাশগুপ্তকে নিয়ে ব‌্যস্ত নুসরাত জাহান। এরই মধ‌্যে গুঞ্জন চাউর হয়েছে, নতুন প্রেমে মজেছেন নুসরাতের সাবেক ‘স্বামী’ নিখিল জৈন। তার নতুন প্রেমিকা অন‌্য কেউ নন, টলিউড অভিনেত্রী ত্রিধা চৌধুরী।

কয়েকদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন উড়ছে, মাঝে মধ‌্যে একসঙ্গে ঘুরতে যান ত্রিধা চৌধুরী ও নিখিল জৈন। অবশেষে বিষয়টি স্বীকার করলেন ত্রিধা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন—‘কফি খেতে একবার নিখিলের সঙ্গে দেখা করেছিলাম আর কিছু না।’

নিখিলের সঙ্গে ত্রিধার পরিচয় নতুন নয়। স্কুল জীবন থেকে তারা পরস্পরকে চেনেন। ত্রিধা বলেন—‘নুসরাতের সঙ্গে বিচ্ছেদের পর নিখিলের সঙ্গে আমার পরিচয় হয়নি। বরং আমরা স্কুল জীবন থেকে পরিচিত। নিখিল আমাদের স্কুলের ইন্টাব়্যাক্ট ক্লাবের ডেপুটি হেড ছিল। এ ক্লাবের সঙ্গে আমিও যুক্ত ছিলাম।’

গত ২২ জুন, সমুদ্র সৈকতে বিকিনি পরা একটি ছবি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। এ ছবিতে লাভ রিঅ্যাক্ট দেন নিখিল। গত কয়েক মাস ধরে ত্রিধা-নিখিল পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন। ছবিতে নিখিলের লাভ রিঅ‌্যাক্ট নেটিজেনদের নজরে আসার পরই মূলত শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। এ বিষয়ে ত্রিধা বলেন—‘কারো পোস্টের কমেন্ট বক্সে যদি হার্ট ইমোজি দেওয়া নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হয়, তাহলে আমার সঙ্গে বহু মানুষের নাম জুড়ে যাবে। এটা কোনো আলোচনার বিষয়ই হওয়া উচিত নয়।’

‘সম্প্রতি নিখিলের জীবনে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তা মারাত্মক প্রভাবিত করেছে ওকে। এই সময়ে আমি শুধু চেয়েছি ওর পাশে থাকতে। নিখিলকে আশ্বস্ত করেছি যে, এই পরিস্থিতিতে আমি ওকে আরো মজবুত মানুষ করে তুলব।’ বলেন ত্রিধা।

মার্কিন যুক্তরাষ্ট্রের একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ত্রিধা। কিন্তু করোনা সংকট ও দূরত্ব তাদের সম্পর্কে খলনায়ক হয়ে দাঁড়ায়। তবে এখনো তারা পরস্পরের শুভাকাঙ্ক্ষী বলে জানান এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ