1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

অস্কারে আমন্ত্রণ পেলেন বিদ্যা বালান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩০ Time View

একাডেমি পুরস্কার বা অস্কারের নতুন কমিটি সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার সঙ্গে আর ৩৯৪ জনকে আমন্ত্রণ জাননো হয়েছে। অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেসের পেজে নতুন আমন্ত্রিতদের নাম ঘোষণা করা হয়েছে।

বিদ্যা বালান ছাড়াও এ তালিকায় আছেন জ্যানেট জ্যাকসন, রবার্ট প্যাটিনসন, আন্ড্রা ডে, মারিয়া বাকালোভা, ভ্যানেসা কার্বসহ হলিউডের নামকরা তারকারা। তারকাদের পাশাপাশি ডিজনি হটস্টার, অ্যাপল টিভির মতো কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বলিউড থেকে ডাক পেয়েছেন বিদ্যা বালান, প্রযোজক শোভ কাপুর, তার মেয়ে একতা কাপুর। নতুন সদস্যরা ভোটের মাধ্যমে তাদের রায় জানাবেন। তাদের রায়ে জয়ীরাই পাবেন অস্কার পুরস্কার। পাশাপাশি তারা ৯৪তম অস্কার আয়োজনের বিভিন্ন বিষয়ে নিজেদের মতামতও দেবেন।

এর আগে বলিউড থেকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনিল কাপুর, আমির খান, সালমান খান, ইরফান খান, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেকে আমন্ত্রণ পেয়েছিলেন।
জানা গেছে, অস্কারের ২০২২ আসর বসবে ২৭ ফেব্রুয়ারি। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে অস্কারের ৯৪তম আসর। চলতি বছর এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল অস্কারের ৯৩তম আসর। এ আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছিল ‘নো ম্যাড ল্যান্ড’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ