1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

জয়ার ঘরে নতুন অতিথির আগমন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৯ Time View

পশু-পাখি ভালোবাসেন জয়া আহসান। কিন্তু কুকুরদের প্রতি যেনো একটু অন্যরকম টান রয়েছে এপার-ওপার দুই বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রীর। অবশ্য তার প্রমাণও পাওয়া গেছে বহুবার।

মহামারি করোনাভাইরাসের ভয়াবহতার কারণে লকডাউন ঘোষণা করায় যেখানে মানুষ ঘর থেকে বের হয়নি। সেখানে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে পথে থাকা কুকুরদের জন্য খাবার রান্না করে বাড়ির পরিচারিকাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলেন জয়া আহসান।

এমনকি গত বছর রাজধানীর বেওয়ারিশ কুকুর স্থানান্তরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

জয়া আহসান এবং দুই প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যৌথভাবে জনস্বার্থে এ রিট আবেদনটি করেছিলেন। এবার সেই ‍কুকুরপ্রেমী জয়া আহসান তার পরিবারে নিয়ে আসলেন নতুন এক সদস্যকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিবারের নতুন সদস্যর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করে সকলের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন জয়া আহসান। জানিয়েছেন তার নামটিও।

জয়ার শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি পোষ্যের সঙ্গে নানা ঢঙে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন এই অভিনেত্রী।

নতুন পোষ্যের সঙ্গে তোলা ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, “আমাদের পরিবারের নতুন আনন্দ ‘নিমকি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ