1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

মাত্র ৬ হাজার টাকার জন্য খুন হন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩১ Time View

অনেক স্বপ্ন নিয়ে শোবিজে পা রেখেছিলেন। নিজেকে একজন তারকা হিসেবে দেখতে চেয়েছিলেন। সেই চেষ্টাও করছিলেন। কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেল করুণ পরিণতির দিকে। অল্প বয়সে জীবনটাই দিত হলো রঙিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে গিয়ে।

তার নাম কৃতিকা চৌধুরী। ভারতীয় অভিনেত্রী। হাতেগোনা কয়েকটি ছবিতেই দেখা গেছে তাকে। ১৯৯০ সালে উত্তরাখণ্ডের হরিদ্বারে জন্ম। পড়াশোনা করেছেন উত্তরপ্রদেশের চিত্রকুট ইন্টার কলেজ থেকে।

বরাবরই পড়াশোনায় মনোযাগী ছিলেন কৃতিকা। সে কারণে মা-বাবা ভেবেছিলেন তিনি পড়াশোনা নিয়েই থাকবেন। কিন্তু শেষে তা হয়নি। কৃতিকার লক্ষ্য ছিল বলিউড।

পড়াশোনার পাঠ চুকিয়ে অভিনয় শিখতে দিল্লি চলে আসেন তিনি। তার জীবনের মোড় ঘুরতে শুরু করে দিল্লি থেকেই। দিল্লিতে তার পরিচয় হয় বিজয় দ্বিবেদী নামে এক ব্যক্তির সঙ্গে। বলিউডে নামজাদা পরিচালকদের সঙ্গে ওঠাবসা রয়েছে বলে নিজের পরিচয় দিয়েছিলেন বিজয়।

কৃতিকা বিশ্বাস করেছিলেন বিজয়কে। তার সঙ্গেই মুম্বাই চলে আসেন তিনি। ক্রমে তাদের বন্ধুত্ব গাঢ় হয়ে যায় এবং মুম্বাইয়ে দুজনে বিয়ে করে থাকতে শুরু করেন। ততদিনে ছোটখাটো মডেলিং করতে শুরু করেছিলেন কৃতিকা। ২০১১ সালে ‘পরিচয়’ নামে একটি হিন্দি ধারাবাহিকেও সুযোগ পান।

তারপর ২০১৩ সালে কঙ্গনা রনৌতের ছবি ‘রাজ্জো’তেও সুযোগ পান। এর বাইরে কয়েকটি ধারাবাহিকে ছোটখাটো চরিত্রে অভিনয় করছিলেন। তবে কোনোটাই তার মনের মতো চরিত্র ছিল না। যে বিজয়ের ওপর ভরসা করে তিনি মুম্বাই এসেছিলেন, কৃতিকার ক্যারিয়ারে সেই বিজয়ের কোনো অবদান ছিল না। এ নিয়ে দুজনের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল।

এরই মধ্যে ২০১৬ সালে আচমকা তাদের ফ্ল্যাটে হানা দিয়ে বিজয়কে গ্রেফতার করে পুলিশ। বিজয় গ্রেফতারের পর তাকে ডিভোর্স দিয়ে দেন কৃতিকা। তার পর মুম্বাইয়ের লোখান্ডওয়ালার একটি এক কামরার ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন।

২০১৭ সালের ১২ জুন ওই ফ্ল্যাট থেকেই তার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। দুর্গন্ধ পেয়ে যখন পুলিশ ওই ফ্ল্যাটে পৌঁছায় তখনও তার পরিচয় জানত না পুলিশ। এক কামরায় ওই ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র তখনও চালু ছিল। তার ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ারও কোনো প্রমাণও মেলেনি।

এ ঘটনায় প্রথমেই প্রাক্তন স্বামী বিজয়কে আটক করে জেরা শুরু করে পুলিশ। কিন্তু বিজয় এ খুনের সঙ্গে জড়িত ছিলেন না। পরে সিসিটিভি ক্যামেরা দেখে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

কৃতিকার ফ্ল্যাটে শেষবার এদেরই ঢুকতে দেখা গিয়েছিল। জেরায় ওই দুজন খুনের কথা স্বীকারও করেন। কিন্তু খুনের কারণ জেনে হতচকিত হয়ে যায় পুলিশ।

অবসাদগ্রস্ত কৃতিকা ক্রমেই মাদকের নেশায় বুঁদ হয়ে পড়েছিলেন। ওই দুজনের কাছ থেকে তিনি মাদক কিনতেন। কৃতিকার থেকে নাকি তারা ছয় হাজার টাকা পেতেন। বারবার বলা সত্ত্বেও টাকা ফেরত দিচ্ছিলেন না কৃতিকা। তাই তাকে খুন করেন মাদক ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ