1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

যুব তৃণমূলের সভাপতি হলেন সায়নী ঘোষ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৪ Time View

ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল সভাপতি হলেন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী সায়নী ঘোষ। অপরদিকে পদোন্নতি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি যুব তৃণমূল সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন।

শনিবার (৫ জুন) পশ্চিমবঙ্গে তৃণমূল ভবনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর এটিই তৃণমূলের ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক। এতে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

জানা যায়, এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন সায়নী। কিন্তু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান তিনি। তিনি নির্বাচনে ভালোই লড়াই করেছিলেন। তার এই লড়াই নজর কাড়ে তৃণমূল নেতাদের। ফলে হেরে গেলেও তাকে যুব তৃণমূলের সভানেত্রী করা হয়।

এদিকে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে দোলা সেনকে সর্বভারতীয় সভানেত্রী করা হয়। রাজ্য সভাপতি হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এছাড়া পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। কৃষক সংগঠনের সভাপতি হয়েছেন পুর্ণেন্দু বসু।

বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন। তিনি দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করে বলেন, কোনো অবস্থায় দুর্নীতির সঙ্গে জড়ানো যাবে না। মানুষের কাছাকাছি থাকতে লালবাতি ওয়ালা গাড়ির ব্যবহার কমাতে হবে। সরকার ও দলের সমন্বয় বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ