1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

মালদ্বীপ গিয়ে ট্রলের শিকার, দেশে ফিরেই করোনা রোগীদের পাশে আলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩২ Time View

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিন লাগামহীনভাবে বাড়ছে আক্রান্ত এবং মৃত মানুষের সংখ্যা। ইতিমধ্যেই ব্রাজিলের পর করোনায় আক্রান্তকারী সর্বাধিক রোগীর তালিকায় দ্বিতীয় অবস্থানে এসে পড়েছে দেশটি৷

এ সময়ে ভারতের সকল ক্ষেত্রের তারকারাই সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছেন নিজ নিজ জায়গা থেকে। এবার এই তালিকায় যুক্ত হলেন আলিয়া ভাট। ভারতের সাংবাদিক ফাতে ডি সুজার সঙ্গে একসাথে করোনা রোগীদের পাশে দাঁড়াতে যাচ্ছেন এই অভিনেত্রী।

গেল রোববার (২৫ এপ্রিল) মালদ্বীপ থেকে মুম্বাই ফেরেন আলিয়া৷ তার সঙ্গে এ সফরে ছিলেন রণবীর কাপুর। চলতি মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন এই দুই তারকা। করোনা থেকে সেরে উঠেই মালদ্বীপ ভ্রমণে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা ও ট্রলেরও শিকার তারা। অনেকে করোনার এ করুণ পরিস্থিতিতে রোমান্টিক ভ্রমণের প্রসঙ্গ টেনে রণবীর-আলিয়ার মানসিক সুস্থতারও প্রশ্ন তুলেন৷

তবে সব প্রশ্ন আর সমালোচনাকে থামিয়ে দিতে মাঠে নেমে পড়েছেন আলিয়া৷ করোনা মোকাবিলায় নানা রকম উদ্যোগে সামিল হচ্ছেন তিনি৷

সেই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আলিয়া জানান, ‘আমরা একটি অনিশ্চয়তার সময় পার করছি। অবকাঠামোগত দিক থেকে আমাদের অনেক কিছুর স্বল্পতা রয়েছে। তবে আমাদের কাছে যা রয়েছে তার সঠিক ব্যবহার করতে হবে। সাংবাদিক ফাতে ডি সুজার সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ খুশী।

আমরা সঠিক তথ্যের জন্য কাজ করছি যাতে আমাদের সাহায্যর পথ আরও প্রশস্ত হয়। আশা করছি সবসময় আপনাদের পাশে থাকতে পারবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ