1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ ৩৩৬ জনের গেজেট বাতিলে সুপারিশ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ

দেশে ঋণ খেলাপির সংখ্যা এক লাখ ২২ হাজারের বেশি: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ৮৪ Time View

দেশে বর্তমানে ঋণ খেলাপীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৪৩৭ জন। আর খেলাপী ঋণ বিষয়ক মামলার সংখ্যা মোট ৩২ হাজার ৪৪০টি।

রোববার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিএনপির অনুপস্থিত সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩১মার্চ পর্যন্ত দেশের ৪৭টি ব্যাংকে মোট এক লাখ ২২ হাজার ৪৩৭ জন ঋণ খেলাপী রয়েছেন। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের ঋণ খেলাপী সবচেয়ে বেশি। এ ব্যাংকের ঋণ খেলাপীর সংখ্যা ২৯ হাজার ২০৩ জন। এর পরের অবস্থানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তাদের ঋণ খেলাপীর সংখ্যা ২০ হাজার ৫ জন।

আর সবচেয়ে কম ঋণ খেলাপীর সংখ্যা সিটি ব্যাংক এনএ’র। তাদের ঋণ খেলাপীর সংখ্যা মাত্র তিন জন। আর এর পরের অবস্থান ব্যাংক আলফালাহ ও ওরি ব্যাংকের। তাদের ৫ জন করে ঋণ খেলাপী রয়েছেন। হাবিব ব্যাংকের ঋণ খেলাপীর সংখ্যা ৭ জন।

অর্থমন্ত্রী সংসদে যে তালিকা দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো-
অগ্রণী ব্যাংক-সাত হাজার ৯২৩, জনতা ব্যাংকে চার হাজার ৯৪১, রূপালী ব্যাংক তিন হাজার ৯১৪, সোনালী ব্যাংক সাত হাজার ৭৮১ , ব্যাংক আলফালাহ ৫, এইচএসবিসি ২৩০, স্ট্যান্ডার্ড চার্টার্ড আট হাজার ৪৬১, সেস্ট ব্যাংক অব ইন্ডিয়া ১৭, হাবিব ব্যাংক সাত, সিটি ব্যাংক এনএ তিন, কর্মর্মিয়াল ব্যাংক অব সিলন ২৬, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ৩১, ওরি ব্যাংক পাঁচ, বাংলাদেশ কৃষি ব্যাংক সাত হাজার ৭৪, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২০ হাজার পাঁচ জন। বেসিক ব্যাংক ২৩৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৩৮২, এবি ব্যাংক ৯৮৪, ইসলামী ব্যাংক ৮৪৫, ন্যাশনাল ব্যাংক ৯৩০, দি সিটি ব্যাংক দুই হাজার ৫৫৬,আইএফআইসি ব্যাংক এক হাজার ৭৮,  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দুই হাজার ৪১৮, পূবালী ব্যাংক চার হাজার ৪১৪, উত্তরা ব্যাংক দুই হাজার ৬১, আইসিবি ইসলামী ব্যাংক ৭৬৭, ইস্টার্ন ব্যাংক দুই হাজার ২৩০, এনসিসি ব্যাংক ৭৯৩, প্রাইম ব্যাংক দুই হাজার ৬৭৯, সাউথ ইস্ট ব্যাংক ৫০৫, ঢাকা ব্যাংক দুই হাজার ৮৬১,আল আরাফ ইসলামী ব্যাংক ১৮৯, সোস্যাল ইসলামী ব্যাংক ৩৩৯, ডাচ বাংলা ব্যাংক ৩৩২, মার্কেন্টাইল ব্যাংক এক হাজার ৭৫, স্ট্যান্ডার্ড ব্যাংক ৫৬, ওয়ান ব্যাংক ৯০২, এক্সিম ব্যাংক ৯৬, বাংলাদেশ কমার্স ব্যাংক ৬৭৫, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১৬৭, প্রিমিয়ার ব্যাংক এক হাজার ৩৬৮, ফাস্ট সিকিউরিটি ব্যাংক ৯৯, ব্যাংক এশিয়া এক হাজার ২২০, ট্রাস্ট ব্যাংক ৩২৫, শাহজালাল ইসলামী ব্যাংক ১২২, যমুনা ব্যাংক ১১০, ব্র্যাক ব্যাংক ২০ হাজার ২০৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ