1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

রমজানে চিনির বাজার স্থিতিশীল থাকবে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২
  • ৭৬ Time View

রমজান মাসে এবং ঈদ-উল-ফিতরে চিনির বাজার স্থিতিশীল থাকবে। রমজান মাসে এবং ঈদের মধ্যে চিনির বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ সরকার ৫ হাজার মেক্ট্রিক টন চিনি আমদানি করেছে এবং দেশে উৎপাদিত হয়েছে প্রায় ৫৯ হাজার মেক্ট্রিক টন।

বুধবার বেলা ৩টায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সেন্টারে (বিসিআইসি) বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন।

বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের তৃতীয় বারের মতো নব নির্বাচিত কার্যকরী কমিটির উপদেষ্টা পরিষদ মোঃ আকরাম হোসেন মিয়া (ফরিদপুর সুগার মিল), আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মৃধা (নাটোর সুগার মিল), মোঃ মনিরুজ্জামান আতু (কুষ্টিয়া সুগার মিল)-সহ ৩৯ জনের নব কমিটির সকল সদস্যকে শপথ পাঠ করান শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রীর কাছে বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের পক্ষ থেকে ১৩ দফার দাবি পেশ করা হলে তিনি আখ চাষীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আরো বলেন, ‘বাংলাদেশ চিনি শিল্প প্রতিষ্ঠান এদেশের কৃষকদের জন্য একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান, যার সঙ্গে ১ কোটি মানুষের ভাগ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। কিন্তু মিলের ক্ষতি দেখিয়ে তা বেসরকারি খাতে দিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে। গত সরকারের আমলে তারা আদমজীর মতো প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমাকে অনেকেই বলেন, আপনি অলাভজনক এই খাত কেন বন্ধ করে দেন না। আমি বিশ্বাস করি আপনারা যদি মিলে আখ দেন, তাহলে এই অলাভজনক খাতই লাভজনক হয়ে উঠবে।’

পাশাপাশি তিনি আখ মাড়াই করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলতে অনুরোধ করেন কৃষকদের।

বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোঃ আকরাম হোসেন মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ফরিদুর হক খান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মাহমুদুল হক ভঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ